বিগ ব্যাশের আগের মৌসুমেও সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে যাওয়া হয়নি। এবার আবার তাঁকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। তাতে একটি স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশের লিগ স্পিনারের।

ছোটবেলা থেকেই রিশাদের প্রিয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। রিশাদের দল হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে কাজ করেন তিনি। রিশাদ জানালেন, পন্টিংয়ের সঙ্গে কাজ করতে তর সইছে না।

আজ জুমে হওয়া ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে রিশাদ বলেছেন, ‘বেড়ে ওঠার সময় আমার প্রিয় ক্রিকেটার ছিলেন পন্টিং। আমি তাঁর খেলা দেখতাম তখন। এখন তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমি তাঁর কোচিংয়ে খেলতে চাই।’

হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়’

নব্বইয়ের দশকে ক্যারিয়ার শুরু করেন সাইফ আলী খান। মূলত রোমান্টিক সিনেমাতেই বেশি দেখা যেত তাঁকে। তবে বিক্রমাদিত্য মোতওয়ানির সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেন অভিনেতা। সম্প্রতি এস্কায়ার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেছেন সাইফ।

সাক্ষাৎকারে সাইফ জানান, কেন তিনি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করতে চান না। যদিও তিনি স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।

কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ