বিগ ব্যাশের আগের মৌসুমেও সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে যাওয়া হয়নি। এবার আবার তাঁকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। তাতে একটি স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশের লিগ স্পিনারের।

ছোটবেলা থেকেই রিশাদের প্রিয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। রিশাদের দল হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে কাজ করেন তিনি। রিশাদ জানালেন, পন্টিংয়ের সঙ্গে কাজ করতে তর সইছে না।

আজ জুমে হওয়া ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে রিশাদ বলেছেন, ‘বেড়ে ওঠার সময় আমার প্রিয় ক্রিকেটার ছিলেন পন্টিং। আমি তাঁর খেলা দেখতাম তখন। এখন তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমি তাঁর কোচিংয়ে খেলতে চাই।’

হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রক্ষণশীলতা ভেঙে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল

সুফিয়া কামাল সুদীর্ঘ জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুনভাবে ভাবতে ও কাজ করতে পারতেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেলা ১১টায় সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, আগত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এরপর রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রীরা

সম্পর্কিত নিবন্ধ