রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির নামে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম শেখ।

রবিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ 

৪০০ কোটি টাকা আত্মসাৎ: আল আকাবা সমবায় সমিতির বিরুদ্ধে সিআইডির মামলা

সিআইডি জানায়, প্রতারক চক্রটি ‘POWER MAX LTD’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা ভুয়া অফিস সাজিয়ে, জাল ওয়ার্ক অর্ডার তৈরি করে এবং সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত বলে পরিচয় দিয়ে এই প্রতারণা চালায়।

এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, ইতোপূর্বে এই মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় জবানবন্দিতে সেলিম শেখের নাম উঠে আসে। এরপর থেকেই সে পলাতক ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চললেও সিআইডির ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি সহায়তায় শেষ পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সেলিম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স আইড স আইড

এছাড়াও পড়ুন:

আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা

বিসিবির পুরো নির্বাচনের মতো এটিও ছিল অনুমিতই। নির্বাচন কমিশনের ঘোষণা তাই হলো শুধু আনুষ্ঠানিকতাই। বিসিবি সভাপতি হিসেবে আবার দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

পরে তাঁদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল। একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।

বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাঁদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন।

নতুন করে সহসভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও ছিলেন। অন্য সহসভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ