বিশ্ব বসতি দিবসে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত লিফলেট বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) র‍্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কেডিএ। খুলনার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অতিথিসহ সব আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিবের লোগো সম্বলিত লিফলেট।

আরো পড়ুন:

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, গ্রেপ্তার ৪ 

কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ২ শিক্ষক জেলে

এদিকে কেডিএ এর এমন বিতর্কিত কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে আসা আমন্ত্রিতরা। প্রতিবাদ করেন সভাস্থলেই।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া মুজিব লোগো সম্বলিত লিফলেটে দেখা যায়, পরিকল্পনা শাখার নাম। এ ব্যাপারে কেডিএ এর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

তবে বিষয়টির সত্যতা স্বীকার করেছেন কেডিএ চেয়ারম্যানের দপ্তরের উপ-পরিচালক ইজাদুর রহমান।

তিনি বলেন, “কিছু লিফলেট গাড়িতে রাখা ছিল। যেগুলো ভুলক্রমে বিতরণ করা হয়েছে। নতুন লিফলেটের পরিবর্তে অফিস থেকে পুরাতন লিফলেট ভুল করে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে চরমভাবে অসম্মান করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণহত্যাকারী শেখ হাসিনার বাবার প্রতি জাতির কোনো শ্রদ্ধা নেই। এতকিছুর পরও যারা তার উপর শ্রদ্ধা দেখাচ্ছেন, কেডিএ এর সেসব কর্মকর্তারা স্বৈরাচারের দোসর।

জুলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “ফ‍্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও প্রশাসনে এখনো তাদের দোসররা নেতৃত্ব দিচ্ছে। কেডিএ এর মুজিবের লোগো সম্বলিত লিফলেট বিতরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে এ কাজের সঠিক বিচার না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব।”

তিনি বলেন, “এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে। কেডিএ এর এ ধরনের কাজ সেই শহীদদের অপমানের সমান। এটা কোনো ছাত্র-জনতা মেনে নেবে না।”

এ বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেলো। আমরা অনেক লিফলেট বিতরণ করেছি। এর সঙ্গে পুরোনো কিছু লিফলেট চলে গেছে। আমরা যখন এটা জানতে পেরেছি, তখনই এগুলোকে বাতিল করেছি। ভুলবশত এটি হয়েছে। এ বিষয়ে খুঁজে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ খ ম জ ব র রহম ন ব তরণ কর ক ড এ এর

এছাড়াও পড়ুন:

রক্ষণশীলতা ভেঙে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল

সুফিয়া কামাল সুদীর্ঘ জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুনভাবে ভাবতে ও কাজ করতে পারতেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেলা ১১টায় সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, আগত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এরপর রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রীরা

সম্পর্কিত নিবন্ধ