দৌলতপুরে পোকার আক্রমণে হুমকির মুখে ফলন
Published: 6th, October 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা দিয়েছে মাজরা পোকার প্রাদুর্ভাব। এতে আমন ধানের গাছ হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে।
পোকা দমনে কৃষকেরা বারবার কীটনাশক প্রয়োগ করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৌসুমের ধান উৎপাদন।
আরো পড়ুন:
আমন ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে: খাদ্য উপদেষ্টা
টানা বৃষ্টিতে রাজশাহীতে আমন চাষিদের মনে স্বস্তি
স্থানীয় কৃষকরা জানান, বাজারে পাওয়া নামসর্বস্ব ও অকার্যকর কীটনাশক ব্যবহার করেই ধান রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। কিন্তু পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে অনেক ক্ষেতেই ধানের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শীষ ধরার আগেই শুকিয়ে পড়ছে গাছ।
উপজেলার আমদহ গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, “সাড়ে ৩ বিঘা জমিতে ব্রি ধান–৪৯ লাগিয়েছি। মাজরা পোকার আক্রমণে গাছ একের পর এক শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছি না।”
একই এলাকার চাষি মহন আলী বলেন, “৪ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। বিভিন্ন কোম্পানির গ্যারান্টি দেওয়া ওষুধ প্রয়োগ করেছি চারবার। তবুও ধান বাঁচছে না। এবার ফলন অনেক কম হবে।”
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণ শনাক্ত করা হয়েছে।
দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, “আমরা আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ চলছে।”
ঢাকা/কাঞ্চন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র প আমন দ লতপ র আমন ধ ন
এছাড়াও পড়ুন:
হঠাৎ চুল পড়ে যাচ্ছে কোন ভিটামিনের অভাবে
প্রতিদিন কিছু চুল পড়বেই। তবে মাত্রাতিরিক্ত চুল পড়লে তা অবশ্যই চিন্তার বিষয়। বিভিন্ন কারণে চুল পড়তে পারে, যেমন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বংশগত কারণ, বয়স, রাসায়নিক পদার্থের ব্যবহার ও কিছু ভিটামিনের অভাব। তবে যেসব ভিটামিনের অভাবে চুল পড়ে ও তার প্রতিকার সম্পর্কে।
ভিটামিন ডিচুলের নতুন ফলিকল তৈরির জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি–এর অভাবে শুধু হাড় ক্ষয় হয় না, চুলও পাতলা হয়ে যায় ও পেকে যায়। তাই ভিটামিন ডি পেতে প্রতিদিন কিছু সময়ের জন্য রোদে যাওয়া দরকার। ডায়েটে ভিটামিন ডি–সমৃদ্ধ খাবার (যেমন ডিম, মাছ, দুধ, পালংশাক ইত্যাদি) যোগ করতে হবে।
বায়োটিনবায়োটিন বা বি৭ কে বলা হয় চুলের ভিটামিন। কেরাটিন তৈরিতে বায়োটিন প্রয়োজনীয়। এর অভাবে চুল ভঙ্গুর হয়ে যায় ও চুল পড়ে যায়। ডিম, দুধ ও দুগ্ধজাত খাবারে বায়োটিন থাকে। বেশি চুল পড়লে বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে।
বেশি চুল পড়লে বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে