কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা দিয়েছে মাজরা পোকার প্রাদুর্ভাব। এতে আমন ধানের গাছ হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে।

পোকা দমনে কৃষকেরা বারবার কীটনাশক প্রয়োগ করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৌসুমের ধান উৎপাদন।

আরো পড়ুন:

আমন ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে: খাদ্য উপদেষ্টা

টানা বৃষ্টিতে রাজশাহীতে আমন চাষিদের মনে স্বস্তি

স্থানীয় কৃষকরা জানান, বাজারে পাওয়া নামসর্বস্ব ও অকার্যকর কীটনাশক ব্যবহার করেই ধান রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। কিন্তু পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে অনেক ক্ষেতেই ধানের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শীষ ধরার আগেই শুকিয়ে পড়ছে গাছ।

উপজেলার আমদহ গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, “সাড়ে ৩ বিঘা জমিতে ব্রি ধান–৪৯ লাগিয়েছি। মাজরা পোকার আক্রমণে গাছ একের পর এক শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছি না।”

একই এলাকার চাষি মহন আলী বলেন, “৪ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। বিভিন্ন কোম্পানির গ্যারান্টি দেওয়া ওষুধ প্রয়োগ করেছি চারবার। তবুও ধান বাঁচছে না। এবার ফলন অনেক কম হবে।”

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণ শনাক্ত করা হয়েছে।

দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, “আমরা আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ চলছে।”

ঢাকা/কাঞ্চন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র প আমন দ লতপ র আমন ধ ন

এছাড়াও পড়ুন:

লালবাগে রাস্তা দখল ও মিটফোর্ডে চুরির ঘটনায় সাতজনের কারাদণ্ড

রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো এবং মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। লালবাগ থানা সূত্রে জানা যায়, লালবাগ এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে সবজি, মাছ ও মুরগির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একাধিকবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তাঁরা বারবার একই স্থানে দোকান বসিয়ে আসছিলেন।

অন্যদিকে একই আদালতে কোতোয়ালি থানা–পুলিশের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে সাড়ে চার হাজার টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে সাজা দেন।

সম্পর্কিত নিবন্ধ