হোয়াটসঅ্যাপে নতুন ধরনের ম্যালওয়্যার হামলা, বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট
Published: 7th, October 2025 GMT
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ‘সোরভেপোটেল’ নামের ম্যালওয়্যারটির মাধ্যমে তথ্য চুরি বা মুক্তিপণ আদায় করা হয় না; বরং সংক্রমিত অ্যাকাউন্ট থেকে অল্প সময়ের মধ্যে অন্য ব্যবহারকারীদের কাছে বিপুলসংখ্যক স্প্যাম বার্তা পাঠানো হয়। ফলে স্প্যাম বার্তা পাঠানোর অভিযোগে অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা জানিয়েছেন, সোরভেপোটেল ম্যালওয়্যার মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ম্যালওয়্যারটি প্রবেশ করানোর জন্য সাইবার অপরাধীরা প্রথমে বিভিন্ন প্রলোভনে জিপ ফাইলযুক্ত ভুয়া বার্তা পাঠায়। বার্তাগুলোয় ব্যবহারকারীদের ফাইলটি খোলার আহ্বান জানানো হয়। কেউ ফাইলটি খুললেই ম্যালওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের মাধ্যমে অন্য ব্যবহারকারীদের কাছে বিপুলসংখ্যক স্প্যাম বার্তা পাঠাতে থাকে। ফলে স্প্যাম বার্তা পাঠানোর অপরাধে অ্যাকাউন্টটি নিষিদ্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপের ছবি প্রতারণা কী, যেভাবে কাজ করে১২ এপ্রিল ২০২৫গবেষকদের তথ্যমতে, সোরভেপোটেল ম্যালওয়্যারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর স্বয়ংক্রিয় বিস্তারের ধরন। সংক্রমিত কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ ওয়েব চালু থাকে, ম্যালওয়্যারটি ভুক্তভোগীর সব কন্টাক্ট ও গ্রুপে একই ক্ষতিকর জিপ ফাইল পাঠিয়ে দেয়। ফলে খুব অল্প সময়েই এটি বিপুলসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে তথ্য চুরি, নিরাপদে থাকবেন যেভাবে২৭ মে ২০২৫এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে হলে পরিচিত বা অপরিচিত অ্যাকাউন্ট থেকে পাঠানো ছবি ও ফাইলের বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ফাইল ডাউনলোড করার ঝুঁকি নেওয়া উচিত নয়। হোয়াটসঅ্যাপের ‘অটো ডাউনলোড’ অপশন বন্ধ রাখতে হবে। এর ফলে গোপনে কোনো ক্ষতিকর ফাইল যন্ত্রে প্রবেশ করবে না।
সূত্র: দ্য হ্যাকার নিউজ
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে২৩ আগস্ট ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প ম য লওয় য র অ য ক উন ট
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ১১টায় একযোগে চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত একাধিক স্পটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব মানববন্ধন হয়েছে।
মানববন্ধন কর্মসূচি শেষ হয় দুপুর ১২টায়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসব নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরীর অনুসারী।
সরেজমিনে নগরের সিটি গেট থেকে ভাটিয়ারী বাজার পর্যন্ত ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্ব পাশে একাধিক স্থানে মানববন্ধন চলছে। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একাংশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ফৌজদারহাটের বাংলাবাজার এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি নেতা জাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির দুর্দিনে আসলাম চৌধুরীই ছিলেন। আমরা চাই প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকেই মনোনয়ন দেওয়া হোক।’
মানববন্ধনে অংশগ্রহণ করা জান্নাতুল ফেরদৌস নামে ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘দলের জন্য আসলাম চৌধুরী দীর্ঘদিন জেল খেটেছেন। দলে তাঁর যথাযথ মূল্যায়ন হবে, সেটিই আমরা প্রত্যাশা করি।’
জানতে চাইলে সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্যসচিব সালেহ আহম্মদ বলেন, ‘তৃণমূলের কর্মীরা চান সীতাকুণ্ডে প্রার্থী বদল হোক। কেন্দ্রীয় নেতাদের নজরে বিষয়টি আনার জন্য আমরা প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছি।’
৩ নভেম্বর সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিনের ছোট ভাই।