জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে জিতেই চলেছে খুলনা। সবশেষ আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা বৃষ্টি আইনে ১১ রানে হারিয়েছে সিলেট বিভাগকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ১১ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করার পর বৃষ্টিতে আর ম্যাচটি মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে ১১ রানে জয় পায় খুলনা।

আরো পড়ুন:

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়াসির ঝড়, উড়ে গেল ঢাকা

লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি

খুলনার হয়ে টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজও রান পান। ইমরানুজ্জামান ২২ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। সৌম্য সরকার করেন ১২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৪ রান। আর এনামুল হক বিজয় ১৯ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে বৃষ্টিতে মাঠ ছাড়েন।

বল হাতে সিলেটের নাবিল সামাদ ৩ ওভারে ২৬ রানে ২টি ও নাঈম হোসেন সাকিব ৩ ওভারে ২৫ রানে নেন ২টি উইকেট।

তার আগে সিলেটের ইনিংসে অধিনায়ক খালিদ হাসান ২৩ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অমিত হাসান করেন ২৭ রান। এছাড়া আসাদুল্লাহ আল গালিব ২৬ ও খালেদ আহমেদ করেন ২৬ রান।

বল হাতে খুলনার শেখ পারভেজ জীবন ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ২ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন জিয়াউর রহমান।

এটা ছিল এবারের আসরে খুলনার টানা পঞ্চম জয়। আর এই জয়ে ৭ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে পিছিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে খুলনা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছক ক য় উইক ট

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ১১টায় একযোগে চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত একাধিক স্পটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব মানববন্ধন হয়েছে।

মানববন্ধন কর্মসূচি শেষ হয় দুপুর ১২টায়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসব নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরীর অনুসারী।

সরেজমিনে নগরের সিটি গেট থেকে ভাটিয়ারী বাজার পর্যন্ত ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্ব পাশে একাধিক স্থানে মানববন্ধন চলছে। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একাংশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ফৌজদারহাটের বাংলাবাজার এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি নেতা জাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘সীতাকুণ্ডের রাজনীতিতে বিএনপির দুর্দিনে আসলাম চৌধুরীই ছিলেন। আমরা চাই প্রার্থী বদল করে আসলাম চৌধুরীকেই মনোনয়ন দেওয়া হোক।’

মানববন্ধনে অংশগ্রহণ করা জান্নাতুল ফেরদৌস নামে ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘দলের জন্য আসলাম চৌধুরী দীর্ঘদিন জেল খেটেছেন। দলে তাঁর যথাযথ মূল্যায়ন হবে, সেটিই আমরা প্রত্যাশা করি।’

জানতে চাইলে সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্যসচিব সালেহ আহম্মদ বলেন, ‘তৃণমূলের কর্মীরা চান সীতাকুণ্ডে প্রার্থী বদল হোক। কেন্দ্রীয় নেতাদের নজরে বিষয়টি আনার জন্য আমরা প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছি।’

৩ নভেম্বর সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিনের ছোট ভাই।

সম্পর্কিত নিবন্ধ