জনপ্রিয়তা বাড়ছে শিল্পপতি প্রাইম বাবুলের
Published: 7th, October 2025 GMT
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রাজনীতিবিদরা কৌশলে চালাচ্ছেন নানা প্রচার প্রচারণা। সেই দিক থেকে অনেকটাই ব্যতিক্রম নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
কেননা, দেশের বিভিন্ন জেলার মতো প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জও বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের তীব্র ঝুঁকিতে রয়েছে।
এমন পরিস্থিতিতে কল-কারখানা ও শিল্পনগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শহরের লক্ষ লক্ষ মানুষের জন্য ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের জন্য ফগার মেশিন সরবরাহ করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
জানা যায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে তিনি সেবামূলক কার্যক্রম হাতে নেয়ায় তার জনপ্রিয়তা বাড়ছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল প্রতিটি পাড়া-মহল্লায় ধাপে ধাপে এই মশা নিধন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। সাধারণ জনগণ তার এই ব্যতিক্রমী উদ্যোগকে নগরবাসীর জন্য সামান্য হলেও আশীর্বাদ স্বরূপ মনে করছেন।
প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল গণমাধ্যমকে জানান, আবু জাফর আহমেদ বাবুল ভাইয়ের উদ্যোগে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায় প্রতিটি এলাকায় মশা নিধন কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছেন।
মশা নিধন কার্যক্রম পরিচালনাকারী তাহসিন মাহমুদ রকি জানান, গত সপ্তাহ থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ডন চেম্বার, মিশনপাড়া, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, আমলাপাড়া, ইসদাইর ইত্যাদি এলাকায় এই কর্মসূচি চলমান। তিনি নিশ্চিত করেন, যতদিন পর্যন্ত এই সমস্যা শেষ না হবে, ততদিন অবধি মশা নিধন কার্যক্রম চলবে।
জহির আহমেদ সোহেল আরও জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র উদ য গ ব এনপ র
এছাড়াও পড়ুন:
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক শিল্পী রফিউর রাব্বি, সংগঠনের সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহজালাল, সাংস্কৃতিক সংগঠন উন্মেষের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, ছড়াকার আহমেদ বাবলু, বাসদের সংগঠক প্রদীপ সরকার ও সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।
রফিউর রাব্বি বলেন, সরকার এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ক্রমান্বয়ে জিম্মি হয়ে পড়ছে। তওহিদি জনতার নাম নিয়ে এ গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও মানবতা বিরোধী তৎপরতায় লিপ্ত থাকলেও সরকারের নির্লিপ্ততায় আজ দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভিন্নমতকে দমনের যে উগ্রবাদী পথে ধাবিত হচ্ছে তাতে সাধারণ জনগণ আতঙ্ক বোধ করছে। সংবিধান রাষ্ট্রের সকল মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিতের কথা বললেও সরকারের দ্বারা তা বার বার লঙ্ঘিত হচ্ছে।
বৈষম্যের বিরুদ্ধে সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিতের আকাক্সক্ষা নিয়ে ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন আজকে ধূলিস্যাৎ হতে চলেছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার পূর্বের ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
তিনি বলেন, ভিন্ন মতকে দমনের এ হেন অপতৎপরতা নির্বাসিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে। সমাবেশ সকল বক্তা দ্রুত আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।