এই ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী
Published: 9th, October 2025 GMT
১. তিনি ভালোবাসার কথা বলেন
ভালোবাসা শুধু অনুভব নয়, প্রকাশও জরুরি। যদি আপনার স্বামী প্রায়ই বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’, তাহলে সেটা তাঁর আন্তরিকতারই প্রকাশ। তিনি চান আপনি জানুন, আপনিই তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ।
২. তিনি সব সিদ্ধান্তে পাশে থাকেনআপনার কাজ, স্বপ্ন বা সিদ্ধান্তে যদি তিনি পাশে থাকেন, ধরে নেবেন তিনি আপনাকে বোঝেন এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল। আপনি মুখ ফুটে কিছু না বললেও আপনার মন খারাপ হলে তিনি টের পান, আর এটাই সত্যিকারের যত্ন।
৩.তিনি মন দিয়ে শোনেন
অনেকে কান দিয়ে শুনলেও মন দিয়ে শোনেন না। কিন্তু যদি আপনার স্বামী মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন, পরামর্শ দেন, সমাধান খোঁজেন, তাহলে বুঝবেন, তিনি শুধু সঙ্গী নন, নির্ভরযোগ্য বন্ধু।
৪. তিনি আপনাকে সম্মান করেনএকজন ভালো স্বামী স্ত্রীকে নিজের সমান মর্যাদা দেন। যদি তিনি আপনার মতামতকে গুরুত্ব দেন, সীমারেখা মানেন এবং আপনাকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন, তবে সম্পর্কটা সঠিক জায়গায় আছে।
৫. তিনি আপনার ভেতরের সৌন্দর্যও দেখেনওজন, বয়স বা চেহারার পরিবর্তন যা–ই হোক, যদি তাঁর চোখে আপনি আগের মতোই প্রিয় থাকেন, তাহলে জানবেন, তিনি শুধু আপনাকে নয়, আপনার ভেতরের মানুষটাকেও ভালোবাসেন।
৬. তিনি আপনাকে অনুপ্রাণিত করেনযদি তিনি চান আপনি নিজের মতো করে বেড়ে উঠুন, সফল হন, নিজের স্বপ্ন পূরণ করুন, তাহলে বুঝবেন, তিনি আপনার সাফল্যেই নিজের আনন্দ খুঁজে পান। এমন সম্পর্কই সবচেয়ে টেকসই।
আরও পড়ুনএক যুগ পরও দাম্পত্যজীবনে সুখে থাকার পাঁচ সূত্র০৭ অক্টোবর ২০২৫৭. তিনি নিজের অনুভূতি প্রকাশ করেনঅনেক পুরুষ আবেগ লুকিয়ে রাখেন। কিন্তু যদি আপনার স্বামী খোলাখুলি তাঁর ভালোবাসা, ভয় বা দুঃখের কথা বলেন; তাহলে বুঝবেন, তিনি আপনাকে বিশ্বাস করেন। এমন বিশ্বাস গভীর সম্পর্কের ভিত্তি।
৮. তিনি আপনার পরামর্শ চানছোটখাটো বা বড়—যেকোনো বিষয়ে যদি তিনি আপনার মতামত জানতে চান; তাহলে বুঝবেন, তিনি আপনাকে সমান অংশীদার মনে করেন। এটা পারস্পরিক শ্রদ্ধার সবচেয়ে সুন্দর রূপ।
৯. তিনি আপনাকে হাসাতে চানজীবনের ব্যস্ততায় হাসি ভুলে যাওয়া সহজ। কিন্তু যদি তিনি আপনাকে হাসানোর জন্য সময় দেন, গল্প করেন বা কোথাও নিয়ে যান, তাহলে জানবেন, আপনার সুখই তাঁর অগ্রাধিকার।
১০. তিনি বিশ্বস্তসবশেষে, সবচেয়ে বড় গুণ বিশ্বস্ততা। প্রলোভন যা–ই আসুক, যদি তিনি শুধু আপনাকেই বেছে নেন, তাহলে আপনি নিশ্চিতভাবে পেয়েছেন একজন সত্যিকারের ভালো মানুষ।
শেষ কথাসম্পর্কে পরিপূর্ণ মানুষ হয়তো কেউই নয়। কিন্তু কেউ যদি আপনাকে ভালোবাসে, সম্মান করে এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, তাহলেই তো সম্পর্কটা হয় পূর্ণ। যাঁদের জীবনে এমন একজন আছেন, তাঁরা সত্যিই ভাগ্যবান।
সূত্র: মিডিয়াম
আরও পড়ুনদীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী এই ৫ অভ্যাস চর্চা করুন০৮ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আপন র স আপন ক সবচ য়
এছাড়াও পড়ুন:
পাবনা-৩: ‘বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হব’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবিতে মশাল মিছিল ও পথসভা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুরো শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল
টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল
সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
হাসাদুল ইসলাম হীরা বলেন, “মাঝে মাঝে আপনারা বলেন, বহিষ্কার করে দেব, ওই ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন পীড়ন ও পুলিশের সঙ্গে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। আপনার পায়ে ভর করে দাঁড়িয়েছিলাম না। চাটমোহরবাসীর ভালবাসায় টিকে আছি, আগামীতেও থাকব ইনশাল্লাহ। জুজুর ভয় দেখাবেন না। বহিষ্কার করতে চান করে দেন। প্রয়োজনে রাজনীতি করব না। একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, দল যদি প্রার্থী পরিবর্তন না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে; তাহলে আপনারা নিশ্চিত থাকেন, হয় চাচা না হয় ভাতিজা, আমরা যে কোনো একজন নির্বাচন করব।”
তিনি বলেন, “দলে যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন না থাকে, তাহলে সেই দল কখনো ক্ষমতায় আসতে পারে না। আমার নেতা বারংবার বলেছিলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করব। তাই বলছি, পাবনা-৩ এর মনোনয়ন বাতিল করে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সেই ব্যর্থতা আপনাদের। যদি তাই হয়, তাহলে আপনারা নিশ্চিত থাকেন চাটমোহর থেকে স্বতন্ত্র নির্বাচন চাচা না হয় ভাতিজা করবে। আমরা পাবনা-৩ এর কোনো ভোটারকে নিরাশ হতে দেব না। আমরা জীবনবাজি রেখে হলেও পাবনা-৩ এর সাধারণ মানুষের সঙ্গে আছি। প্রার্থী পরিবর্তন না করা পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলবে, ইনশাল্লাহ।”
হাসাদুল ইসলাম হীরা বলেন, “২২ নভেম্বর কৃষিবিদ তুহিন সাহেব চাটমোহরে একটি প্রোগ্রাম আহ্বান করেছেন। যেখানে কেন্দ্রীয় কৃষক দল থেকে সারাদেশে কৃষক দলের নেতাদের চিঠি দিয়ে ডাক দেওয়া হয়েছে পাবনা-৩ এর জন্য। সারাদেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে যদি পাবনা-৩ এ তার জন্য ভোট করতে হয়, তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। পাবনা-৩ এ ভোট করতে হলে পাবনা-৩ এর মানুষকেই দরকার। বহিরাগত মানুষকে দিয়ে পাবনা-৩ আসন উদ্ধার হবে না। পাবনা-৩ উদ্ধার করতে হলে পাবনা-৩ এর লোকাল সন্তানকে দিয়েই উদ্ধার করতে হবে। তাই আমি সেন্ট্রাল নেতাদের বলব, এখনো সময় আছে আপনারা মাঠ জরিপ করে দেখে নিন, আপনারা ভুল জায়গায় ভুল মানুষকে মনোনয়ন দিয়েছেন। যদি নেতাকে খুশি করতে চান তাহলে তাকে কোনো টেকনোক্যাট মন্ত্রী বানিয়ে দিন। যদি আসন জিততে চান তাহলে পাবনা-৩ এর মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দিতে হবে। যদি তা না করে আপনাদের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে এই আসনে বিএনপির ভরাডুবি হবে। এর জন্য দায়ী থাকবেন আপনারা। আমরা দায়ী থাকব না। কারণ সাধারণ মানুষ আমাদের কথায় ভোট দেবে না। তারা সবাই চাচ্ছে স্থানীয় সন্তানকে ভোট দিতে। ভাড়াটিয়া লোক দিয়ে পাবনা-৩ উদ্ধার হবে না।”
“আমি ও আনোয়ার চাচা দলের হাই কমান্ডের সঙ্গে বসেছিলাম। সেখানেও আমরা একই কথা বলেছি। যার ৫ পার্সেন্ট জনসমর্থন নাই, তাকে যদি আপনারা মনোনয়ন দেন, তাহলে তিনি নির্বাচনে জিততে পারবেন না। যদি দলের কাছে একটা আসনের চাইতে একটা নেতা বড় হয়, তাহলে এই নেতাকে (কৃষিবিদ তুহিন) মনোনয়ন দেওয়া সঠিক আছে। আর যদি আসন জিততে হয় তাহলে পাবনা-৩ এর প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। যদি প্রার্থী পরিবর্তন না করেন তাহলে নির্বাচনে ভরাডুবির জন্য আমি সেন্ট্রাল নেতাদেরকে দায়ী করব” যোগ করেন তিনি।
ঢাকা/শাহীন/মাসুদ