সিলেটে ‘লো স্কোরিং থ্রিলার’, কোয়ালিফায়ারে রংপুর, বাদ ঢাকা
Published: 9th, October 2025 GMT
শেষ ওভারে জয়ের জন্য রংপুর বিভাগের প্রয়োজন ৮ রান। ঢাকার বিভাগের দরকার দুই উইকেট। স্ট্রাইকে ৪০ রানে ব্যাটিং করা রংপুর অধিনায়ক আকবর আলী। ঢাকার পেসার রিপন মণ্ডলের করা ওভারের প্রথম বলে স্কুপ করে চার মারেন আকবর। তখন রংপুরের জন্য জয় পাওয়াটা খুব সহজই মনে হচ্ছিল।
তবে পরের বলেই আকবরকে আরিফুল ইসলামের ক্যাচে পরিণত করেন রিপন। তখন রংপুরের প্রয়োজন ৪ বলে ৪ রান, উইকেটে শেষ জুটি। এরপর দুই বলে দুটি সিঙ্গেলের পর ওভারের পঞ্চম বলে চার মেরে রংপুরকে জেতান শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা বোলার আবদুল গাফ্ফার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ এনসিএল এলিমেনটরে ঢাকার বিপক্ষে ১ উইকেটের জয়ে কোয়ালিফায়ারে পৌঁছে গেল রংপুর। টুর্নামেন্ট থেকে বাদ পড়ল মাহিদুল ইসলামের ঢাকা। টসে জিতে ব্যাটিং করতে নেমে ঢাকা তুলেছিল ১২৩ রান। সেই রান আকবরের দল তাড়া করে ১৯.
দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন আকবর। তিনি যখন উইকেটে আসেন তখন দলের রান ৪ উইকেটে ৪০। ১২৪ রানের লক্ষ্যে ব্যাটিং করা রংপুর ৪৮ রানে পঞ্চম ও ৫২ রানে হারায় ষষ্ঠ উইকেট। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ৪৪ রান করেন আকবর। অলরাউন্ডার নাসুম আহমেদের সঙ্গে গড়েছেন ৪১ বলে ৬২ রানের জুটি।
এই দুজনই রংপুরকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন। তবে ম্যাচের ১৯তম ওভারে স্পিনার রায়হান রাফসান ২ রান দিয়ে ২ উইকেট নিলে ম্যাচ আবার জমে ওঠে। সেই ওভারে আউট হন নাসুম ও আলাউদ্দিন বাবু। ঢাকার হয়ে বল হাতে ৩ উইকেট নেন মাহফুজুর রহমান। ম্যাচসেরা আকবর।
এর আগে ঢাকা ১২৩ রান করে মোসাদ্দেক হোসেনের ৬১ রানের ইনিংসে। দলের সংগ্রহ যখন ৪ উইকেটে ২৬, এমন সময়ে উইকেটে এসে ৬ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন ঢাকা বিভাগের ব্যাটসম্যান মোসাদ্দেক। ঢাকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান শুভাগত হোমের—১৫। রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন নাসুম, নাসির ও আবু হাশিম।
সংক্ষিপ্ত স্কোর:ঢাকা: ১২৩ (মোসাদ্দেক ৬১, শুভাগত ১৫; নাসির ২/২০, নাসুম ২/২৬)
রংপুর: ১২৬ (আকবর ৪৪, নাসুম ২৬; মাহফুজুর ৩/১৪, নাজমুল ২/২২)
ফল: রংপুর ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আকবর আলী
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মহানগরকে উড়িয়ে শেষ চারে আকবরের রংপুর
শেষ চারের চার দলকে পেয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। সিলেটে আজ ঢাকা মহানগরকে ৩ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠেছে রংপুর বিভাগ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে মহানগরের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রংপুর। আজ ম্যাচ জিতে পয়েন্ট সমান করে নেট রান রেটেও মহানগরকে পেছনে ফেলেছে আকবর আলীর দল।
আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে মহানগর ৮ উইকেট হারিয়ে করতে পারে ৯০ রান। এই রান পেরোতে ৭ উইকেট হারালেও ১১ ওভারেই জয় পেয়ে যায় রংপুর। তাতে নেট রান রেট নিয়ে সব দুশ্চিন্তা দূর হয়ে যায় দলটির। রানতাড়ায় রংপুরের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন জাহিদ জাভেদ।
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। বৃহস্পতিবার সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ কারা, সেটি নির্ধারিত হবে আগামীকাল। দলটির সম্ভাব্য প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা কিংবা ঢাকা বিভাগ। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আগামীকাল খেলবে ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকা বিভাগের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা খুলনা ও প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাওয়া সিলেট।
চট্টগ্রাম ও খুলনা জিতলে এই দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সে ক্ষেত্রে এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ হবে ঢাকা বিভাগ। চট্টগ্রাম ও খুলনা দুই দলই হেরে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে এই দুই দলের মধ্যে কারা এলিমিনেটর খেলবে, সেটি। তবে ঢাকা চট্টগ্রামকে হারালে আর খুলনা জিতলে এলিমিনেটর হবে চট্টগ্রাম-রংপুরের মধ্যে।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’৪ ঘণ্টা আগে