প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
Published: 10th, October 2025 GMT
ছোট পর্দার বিতর্কিত অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও খবরের শিরোনাম হয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন উড়ছে, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে এ জুটিকে পাশাপাশি দেখা গেছে। যদিও তারা এই সম্পর্কের গুঞ্জনে নীরবতা পালন করেছেন।
নতুন করে বাতাসে ভেসে বেড়াচ্ছে, রনি-সাদিয়ার প্রেম ভেঙে গেছে। কারণ অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নির্মাতা রনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন—“এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।”
আরো পড়ুন:
‘মহল্লার’ নায়িকা আইরিন
ফারিয়া কেন ‘নোংরা’ মন্তব্যের শিকার?
কয়েক দিন আগে ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে যাননি সাদিয়া আয়মান। অন্যদিকে, একটি গণমাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়নি রেদওয়ান রনিকে। অর্থাৎ রনি-সাদিয়াকে কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে সাদিয়া আয়মান বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যাইনি। আর ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু আমাদের একসঙ্গে দেখেননি। কারণ কেন একটা মানুষের সঙ্গে আমি একসঙ্গে থাকব? তারও তো একটা আলাদা সার্কেল আছে। সম্পর্ক তো পরের কথা, আগে তো আমরা খুব ভালো বন্ধু।”
রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের কী ‘সম্পর্ক’ তা ব্যাখ্যা করেছেন। এ অভিনেত্রী বলেন, “বন্ধু হিসেবেই তো আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটাই। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ আমাদের কাজ থাকে। নিয়মিত নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত। এজন্য হয়তো আমাদের কোনো পাবলিক ইভেন্টে দেখতে পারছেন না। সে তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত।”
গুঞ্জন উড়ছে, অন্য এক নারীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রেদওয়ান রনি। এ সম্পর্কে সাদিয়া আয়মান বলেন, “আপনার কাছে তথ্য আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারো সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা। তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি, সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না।”
রেদওয়ান রনির সঙ্গে বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করে সাদিয়া আয়মান বলেন, “আমরা এখনো খুব ভালো বন্ধু। আমাদের এখনো যোগাযোগ হয়, কথা হয়। ব্যস্ততার কারণেই আমাদের দেখা হচ্ছে না। সে তো আমার ফ্রেন্ড আমাদের কেন যোগাযোগ কমবে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন টক ট ভ ন টক একসঙ গ আম দ র গ ঞ জন আয়ম ন
এছাড়াও পড়ুন:
একসঙ্গে হাজির দুই জলি, এরপর...
সুভাষ কাপুর আগে ছিলেন সাংবাদিক, কাজের বিষয় ছিল রাজনীতি। পরে যখন নির্মাতা হন, সিনেমাতেও উঠে আসে রাজনীতি। তবে তিনি সিরিয়াস বিষয় পর্দায় তুলে ধরেন হাস্যরসের মাধ্যমে। ‘ফাঁস গায়ে রে ওবামা’, আর ‘জলি’ ফ্র্যাঞ্চাইজির দর্শকমাত্রই সেটা জানেন। আলোচিত ‘জলি এলএলবি’ আর ‘জলি এলএলবি ২’-এর পর এবার তিনি হাজির তৃতীয় কিস্তি নিয়ে। এবার তিনি কোর্ট রুম ড্রামার মোড়াকে ভারতের কৃষিসংকট, কৃষকদের আত্মহত্যা নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন। কিন্তু আগের দুই কিস্তির মতো এবারও তিনি ‘জলি এলএলবি ৩’-এর হাস্যরসের আড়ালে কঠিন রাজনৈতিক বার্তা দিতে পারলেন?
একনজরেসিনেমা: ‘জলি এলএলবি ৩’
ধরন: কোর্ট রুম ড্রামা
পরিচালক: সুভাষ কাপুর
অভিনয়: অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, গজরাজ রাও, হুমা করেশি
স্ট্রিমি: নেটফ্লিক্স
রানটাইম: ২ ঘণ্টা ৩৭ মিনিট
‘জলি এলএলবি ৩’ নির্মাতার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ, এবার তিনি সাহস করে অনেক জরুরি বিষয় নিয়ে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো, সিনেমা হিসেবে সম্ভবত এটা এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দুর্বল। দুই জলি আরশাদ ওয়ার্সি আর অক্ষয় কুমার এই সিনেমায় হাজির হয়েছেন একসঙ্গে কিন্তু দুর্বল চিত্রনাট্যের কারণে তাঁদের যুগলবন্দী আর মনে রাখার মতো হলো কই।
শুরুটা যদিও ছিল আশাজাগানিয়া। জগদীশ ত্যাগী (আরশাদ ওয়ার্সি) ও জগদীশ্বর মিশ্র (অক্ষয় কুমার)—দিল্লির একই আদালতে কাজ করছেন। জগদীশ্বর, যিনি নিজেকে ‘অরিজিনাল জলি’ দাবি করেন, ক্লায়েন্ট ছিনিয়ে নেন ও নিয়মিত ঝগড়া করেন। এবার নির্মাতা পুরোনো কয়েকটি চরিত্র ফিরিয়ে এনেছেন, তাঁদের দিনযাপনও আছে আগের মতোই। যেমন জগদীশ্বরের স্ত্রী পুষ্পা (হুমা কুরেশি) আগের মতোই সুরা আসক্ত। তবে বিচারক সুন্দরলাল ত্রিপাঠি (সৌরভ শুক্লা) বদলে গেছেন, এখন ফিটনেস প্রেমিক। নিয়মিত জিম করেন, প্রোটিন শেক নেন। এমনকি ডেটিং অ্যাপেও নাম লেখাতে ভোলেননি।
‘জলি এলএলবি ৩’ সিনেমায় আরশাদ ওয়ার্সি ও অক্ষয় কুমার। আইএমডিবি