প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
Published: 10th, October 2025 GMT
ছোট পর্দার বিতর্কিত অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও খবরের শিরোনাম হয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন উড়ছে, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে এ জুটিকে পাশাপাশি দেখা গেছে। যদিও তারা এই সম্পর্কের গুঞ্জনে নীরবতা পালন করেছেন।
নতুন করে বাতাসে ভেসে বেড়াচ্ছে, রনি-সাদিয়ার প্রেম ভেঙে গেছে। কারণ অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নির্মাতা রনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন—“এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।”
আরো পড়ুন:
‘মহল্লার’ নায়িকা আইরিন
ফারিয়া কেন ‘নোংরা’ মন্তব্যের শিকার?
কয়েক দিন আগে ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে যাননি সাদিয়া আয়মান। অন্যদিকে, একটি গণমাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়নি রেদওয়ান রনিকে। অর্থাৎ রনি-সাদিয়াকে কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে সাদিয়া আয়মান বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যাইনি। আর ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু আমাদের একসঙ্গে দেখেননি। কারণ কেন একটা মানুষের সঙ্গে আমি একসঙ্গে থাকব? তারও তো একটা আলাদা সার্কেল আছে। সম্পর্ক তো পরের কথা, আগে তো আমরা খুব ভালো বন্ধু।”
রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের কী ‘সম্পর্ক’ তা ব্যাখ্যা করেছেন। এ অভিনেত্রী বলেন, “বন্ধু হিসেবেই তো আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটাই। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ আমাদের কাজ থাকে। নিয়মিত নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত। এজন্য হয়তো আমাদের কোনো পাবলিক ইভেন্টে দেখতে পারছেন না। সে তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত।”
গুঞ্জন উড়ছে, অন্য এক নারীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রেদওয়ান রনি। এ সম্পর্কে সাদিয়া আয়মান বলেন, “আপনার কাছে তথ্য আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারো সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা। তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি, সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না।”
রেদওয়ান রনির সঙ্গে বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করে সাদিয়া আয়মান বলেন, “আমরা এখনো খুব ভালো বন্ধু। আমাদের এখনো যোগাযোগ হয়, কথা হয়। ব্যস্ততার কারণেই আমাদের দেখা হচ্ছে না। সে তো আমার ফ্রেন্ড আমাদের কেন যোগাযোগ কমবে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন টক ট ভ ন টক একসঙ গ আম দ র গ ঞ জন আয়ম ন
এছাড়াও পড়ুন:
দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা
আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—
তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি
করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল
কে-র্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।
মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত