সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশে বড় ধরনের সংশোধনী আনছে। এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর অধীনে দেওয়া আগের কয়েকটি ধারার আওতায় দণ্ডিত ব্যক্তিদের সাজা ও মামলা বাতিল বলে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা পরিষদের সভায় ১১ অধ্যাদেশ, ৩ প্রস্তাব অনুমোদন

১৫ অক্টোবর সই হবে জুলাই সনদ

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য-প্রযুক্তিবিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এ বিষয়ে বিস্তারিত জানান।

কী পরিবর্তন আসছে
সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে যেসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি বা তদন্তাধীন আছে, সেগুলো বাতিল হবে। এসব ধারায় আগে দেওয়া সাজা ও জরিমানাও অকার্যকর হিসেবে বিবেচিত হবে।

এ সংশোধন কার্যকর হলে এসব ধারার অধীনে পুলিশ, ট্রাইব্যুনাল বা আদালতের অধীনে থাকা কোনো মামলাই আর চলবে না এবং নতুন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র ড জ ট ল আইন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

যশোরে ককটেল ও অস্ত্রসহ যুবদল নেতা আটক

যশোরে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সদৃশ্য বস্তু ও বেশকিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করেছে পুলিশ। 

মাসুদ আল রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান খাঁন জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে গোপন সূত্রে জানা যায় যে, যুবদল নেতা রানার বাড়িতে বোমা ও অস্ত্র আছে। সকাল ৬টার দিকে তিনি রানার বাড়িতে যান এবং তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠোনের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া জব্দ করা হয়। এই অস্ত্রগুলো মাসুদ আল রানার কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/রিটন/রফিক

সম্পর্কিত নিবন্ধ