লাসলো ক্রাসনাহোরকাই: একটি বিশাল কালো নদীর ধারাভাষ্যকার
Published: 10th, October 2025 GMT
হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। তাঁর ফিকশনের বিষয়ে বলা হয়, মানুষের জীবনে কঠোরভাবে রক্ষিত থাকে সেসব গোপনীয়তা সেসব তিনি তুলে ধরেন তাঁর লেখায়। আবার এ–ও বলা হয়, লাসলো ক্রাসনাহোরকাই বিষয় হিসেবে বেছে নেন সেই কালো নদীর মতো বহমান অন্ধকারকে যা ঘটবেই কিন্তু প্রহসনের মতো মানুষের সেটা দেখা ছাড়া উপায় নেই। কিন্তু এই অন্ধকারের ভেতর আলোর ফুল ফোটানোও যেন তাঁরই কাজ।
একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। যেমন লাসলোর ফিকশনের এক চরিত্রের বিখ্যাত উক্তি: ‘বেঁচে থাকা সুন্দর নয়। মরে যাওয়াও সুন্দর নয়। এমনকি জীবনও সুন্দর নয়। শুধু মানুষই সুন্দর’। ডাস্টিন ইলিংওয়ার্থ প্যারিস রিভিউতে তাঁর ব্যাপারে লিখেছেন, লাসলো ক্রাসনাহোরকাইর অবসেশন গোপন জিনিসের প্রতি, যেগুলো মানুষের জীবনের অন্ধকারাচ্ছন্ন দিক।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের চারটি উপন্যাস ইংরেজিতে অনূদিত হয়েছে। এই চারটিকেই তাঁর প্রধান কাজ বলে বিবেচনা করা হয়। উপন্যাসগুলো হচ্ছে: ‘স্যাটানট্যাঙ্গো’, ‘দ্য মেলানকলি অব রেজিস্ট্যান্স’, ‘ওয়ার অ্যান্ড ওয়ার’ এবং ‘ব্যারন ওনকহেইমস হোমকামিং’। অবশ্য ক্রাসনাহোরকাই নিজে এই চারটি উপন্যাসকে তাঁর জীবনের একটিমাত্র বই বলে মনে করেন।
‘ব্যারন ওনকহেইমস হোমকামিং’ উপন্যাসটি প্রথম ২০১৬ সালে হাঙ্গেরিয়ান ভাষায় প্রকাশিত হয়। পরে ওটিলি মুলজেট এটিকে ইংরেজিতে অনুবাদ করেন। প্রকাশিত হয় ২০১৯ সালে।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের চারটি উপন্যাসকে তাঁর প্রধান কাজ বলে বিবেচনা করা হয়। উপন্যাসগুলো হচ্ছে: ‘স্যাটানট্যাঙ্গো’, ‘দ্য মেলানকলি অব রেজিস্ট্যান্স’, ‘ওয়ার অ্যান্ড ওয়ার’ এবং ‘ব্যারন ওনকহেইমস হোমকামিং’।এ উপন্যাসে কৌতুকপূর্ণ আবার হতাশাবাদী কল্পকাহিনি থেকে যেন স্বীকৃতভাবে এক অন্তর্মুখী সংগীত নির্গত হয়। তাঁর উপন্যাসগুলো এক আবেশি প্রবৃত্তি দ্বারা অভিভূত বেকেটিয়ান আবেগের ইঙ্গিত দেয়। ক্রাসনাহোরকাইয়ের উপন্যাসের বাক্য দীর্ঘ। কিন্তু মহাকাব্যিক। অনেক সময় মনোলোগের মতো মনে হয়। রয়েছে আচমকা রাক্ষসী ত্বরণ, তীব্রতার অসাধারণ লাফ ও চেতনার অত্যাশ্চর্য বিচ্যুতি।
যেমন ধরা যাক, মিটেলিউরোপার একটি কর্দমাক্ত শহর। সেই ছোট শহরে চলছে হাসির জোয়ার। এরপর দেখা যায়, অপেক্ষা করছে একজন কলেরিক দেবতার বিস্তৃত অনুভূতি। এখানে এমন কল্পকাহিনি রয়েছে যা ক্ষুদ্র অস্বাভাবিকতায় ভেঙে পড়ে এবং বিশাল বিশ্বতত্ত্বে বিস্ফোরিত হয়।
লাসলো ক্রাসনাহোরকাই এই চারটি উপন্যাসকে তাঁর জীবনের একটিমাত্র বই বলে মনে করেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপন য স র জ বন স ন দর
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর। নয়াপল্টনে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি এর আগে লন্ডন গিয়েছিলেন।