মা-বাবার মৃত্যুর পর যেসব কারণে ভাইবোনেরা দূরে সরে যান
Published: 14th, October 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শমিত-তপুকে নিয়ে একাদশে আসতে পারে তিন পরিবর্তন, বিবেচনায় জায়ানও
ঢাকায় ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে হাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সেদিন কোচ একাদশে রাখেননি শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল ইসলাম ও জামাল ভূঁইয়াকে। দ্বিতীয়ার্ধে এই খেলোয়াড়েরা বদলি হিসেবে নামার পর বাংলাদেশের খেলায় আসে প্রাণ, আর ৩-১ গোলে পিছিয়ে থেকেও ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪-৩ গোলে।
তখন থেকেই আলোচনায় ছিল, ফিরতি ম্যাচে কোচ সংশোধন করবেন একাদশ? আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে কাবরেরা একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে পারেন বলে জানা গেছে। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, শমিত সোম ও তপু বর্মণকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। অন্য এক সদস্য জানান, লেফট ব্যাকে নামতে পারেন জায়ান আহমেদ, যিনি সর্বশেষ ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে ঝলক দেখিয়েছেন।
হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশ