ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন প্রথম হামলার শিকার হন, সে সময় একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আজ সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে আবারও তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুই যুগ পর কারামুক্ত হয়ে আধিপত্য বিস্তারের জেরে ইমন নামের আরেক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্কুলে ভর্তি লটারিতে আবেদন শুরু ২১ নভেম্বর

এবারো সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। আগামী ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৪ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

ফ্রেন্ডলি খাবারের দুই নায়ক শুভ ও মারুফ

মাউশির ভর্তি শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অনলাইন প্রক্রিয়া ও ডিজিটাল লটারির কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক।

তিনি জানান, ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি দুটি অপেক্ষমাণ তালিকা থেকেও শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ