পর্যটন করপোরেশনে চাকরি, নবম গ্রেডসহ পদ ৩৫, আবেদন করুন দ্রুত
Published: 12th, January 2025 GMT
বাংলাদেশ পর্যটন করপোরেশনের জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। ৬টি পদে মোট ৩৫ জনকে নিয়োগের জন্য এ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্যটন করপোরেশনে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ১. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদসংখ্যা: ১ (এক)টি
আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
২.পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদসংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)।
৩.পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ১টি
আবেদনের যোগ্যতা: কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেটপ্রাপ্ত।
আরও পড়ুনসমন্বিত ৮ ব্যাংকে বিশাল নিয়োগ, অফিসার নেবে ৯৯৭ জন০৯ জানুয়ারি ২০২৫৪.পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তাগ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ১৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
৫.পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তাগ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
আরও পড়ুনডাক বিভাগে বড় নিয়োগ, পদ ৫২৪০৯ জানুয়ারি ২০২৫৬.পদের নাম: হিসাবরক্ষকগ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
পদসংখ্যা: ৮টি
আবেদনের যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। হিসাবরক্ষণ/সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আরও পড়ুনপল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৭৬৪০৯ জানুয়ারি ২০২৫আবেদন ফিপরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ২২১১১ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক