বিশ্বজুড়ে আজ বিনোদন দুনিয়ায় বাজছে বড় চমকের ঘণ্টা। একই দিনে পর্দায় হাজির দুই বিনোদনদুনিয়া মাতানো তারকা—সুপারহিরো ‘সুপারম্যান’ আর মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি জ্যাকি চ্যান। আজ মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারম্যান’ এবং জ্যাকি চ্যানের নতুন অ্যাকশন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। বাংলাদেশের দর্শকদের জন্যও সুখবর, আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে এই দুই সিনেমা। সিনেমাপ্রেমীদের জন্য আজকের দিনটি তাই নিঃসন্দেহে উত্তেজনা আর চমকে ভরা।
‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইট’স সুপারম্যান।’— এই সংলাপের সঙ্গে পরিচিত না, এমন দর্শক কমই আছেন। মেট্রোপলিসের আকাশে লাল-নীল পোশাকে উড়তে থাকা সুপারম্যানের গল্প প্রথম শুরু হয়েছিল ১৯৩৮ সালে। সেই থেকে সুপারম্যান শুধু কমিকসের চরিত্রই নয়, হয়ে উঠেছে সাহস, সততা আর আশার প্রতীক। সময় বদলেছে, চরিত্রের অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে সুপারম্যানের ন্যায়পরায়ণতা, মানবিকতা আর শক্তির প্রতি দায়বদ্ধতা একই রয়ে গেছে। ব্যাটম্যানের মতো সুপারম্যানও কারও প্রাণ নিতে চায় না। বরং সে তার ক্ষমতাকে ব্যবহার করে পৃথিবীকে আরও সুন্দর করতে চায়।
এবারের ‘সুপারম্যান’ ছবিটি নির্মিত হয়েছে ডিসি ইউনিভার্সের নতুন সূচনার অংশ হিসেবে। পরিচালনায় আছেন জেমস গান। সুপারম্যানের চরিত্রে দেখা যাবে ডেভিড কোরেনসোয়েটকে। ছবিটি কেবল অ্যাকশনধর্মী নয়, এতে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্প।
‘সুপারম্যান’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫