নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছর নারায়ণগঞ্জ আইনের কোন শাসন ছিল না। ওই সন্ত্রাসী শামীম ওসমান সেলিম ওসমান আজমেরী ওসমান ও অয়ন ওসমানের গুম, খুন ও হত্যা নির্যাতনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষকে দমিয়ে রেখেছিল।

নারায়ণগঞ্জের মানুষের সম্পদ লুটপাত ও  সন্ত্রাসী কর্মকান্ড করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জ মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে এবং মামলা  দিয়ে তারা জেল হাজতে প্রেরণ করেছিল। গত ১৫ বছরে নারায়ণগঞ্জের মানুষ সুষ্ঠু বিচার পায় নাই। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের চানমারি নতুন সড়কের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আমরা যারা এখানে বিএনপি করি আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি সে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের মতো পথ অবলম্বন করবে তাদের জন্য কপালে খারাপি আছে।

আমাদের নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসী অন্যায়কারী দুর্নীতিবাজ ও দখলবাজ এবং চাঁদাবাজ কে বিএনপিতে আশ্রয় দেওয়া হবে না। বিএনপি থেকে সকল অপকর্ম করবে তাদের ঠিকানা হবে জেলখানায়। তাদের জায়গা কিন্তু বিএনপিতে হবে না। আপনারা যারা জনগণ আছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয় কোন চাঁদাবাজি অপকর্ম করবে তাদেরকে বেঁধে রাখবেন। পুলিশে দিবেন আর না পারলে আমাদেরকে খবর দিবেন আমরা এসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান নেওয়ার পর পাশাপাশি দল থেকেও তাদেরকে বহিস্কার করা হবে। আর যারা এ সকল সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদেরকে কান ধরে বিএনপি থেকে বের করে দেয়া হবে। 

তিনি আরও বলেন, আর তাদেরকে সাবধান করে দিতে চাই গত ১৫ বছর শামীম ওসমান,সেলিম ওসমন, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের সাথে থেকে সন্ত্রাসী করেছেন তাদের অনেকেই আজকে বিএনপি তৃতীয় শ্রেণীর নেতাদের সঙ্গে ঢুকে গিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন।

অনুপ্রবেশকারীদেরকে বলতে চাই সাবধান বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোন স্থান নাই। যারা অনুপ্রবেশ করতেছেন তারা সাবধান হয়ে যান আপনাদের স্থান কিন্তু হবে জেলে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না নিজেরা কোন অন্যায় কাজে করবো না।

শামীম ওসমান ও সেলিম ওসমানসহ তাদের দোসররা জনগণের উপরে যে টিম রোলার চালিয়েছে আমরা যদি তা করি তাহলে তো আমরা তাদের সমান হয়ে গেলাম। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় রইল। আমাদেরকে জনগণের পক্ষে থাকতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে। 

মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবর রহমান, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, আক্তার হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

১০ হাজার বছর আগের এক নারীর প্রতিকৃতি বানালেন গবেষকেরা

বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও শিল্পের সম্মিলনে তৈরি করা হয়েছে মেসোলিথিক বা মধ্য প্রস্তরযুগের এক নারীর মুখের প্রতিকৃতি। প্রায় ১০ হাজার ৫০০ বছর আগে বাস করা মোসঅ্যান নামের ওই নারীর মুখাবয়বে বসানো উজ্জ্বল নীল চোখ ও কিছুটা শঙ্কিত দৃষ্টি আজও বিস্ময় জাগায়।

এই গবেষণামূলক প্রকল্পের মূল লক্ষ্য ছিল ইউরোপের শেষ শিকারি বা সংগ্রাহকদের জীবনধারা অন্বেষণ করা। প্রত্নতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে গড়ে তোলা এই প্রতিকৃতি আধুনিক প্রযুক্তি ও শিল্পীর নিপুণ দক্ষতায় মোসঅ্যানকে নতুন প্রাণ দিয়েছে।

প্রকল্পের প্রধান গবেষক ইসাবেল ডে গ্রোত বলেন, ‘এই প্রকল্পের একটি অংশ হলো মানুষের জেনেটিক গঠন বোঝা, তাদের আত্মীয়তার সম্পর্ক নির্ধারণ এবং আমরা যে বৈজ্ঞানিক গবেষণা করছি, তা বৃহত্তর জনগণের কাছে সহজভাবে তুলে ধরা।’

বিজ্ঞানীরা যে খুলি থেকে প্রতিকৃতি পুনর্গঠন করেছেন, সেটি ছিল অসাধারণভাবে সংরক্ষিত। জনগণের ভোটে নাম রাখা হয় ‘মোসঅ্যান’। এ নাম রাখা হয়েছে বেলজিয়ামের মিউস উপত্যকার নামানুসারে। এই খুলিতে প্রচুর পরিমাণে সংরক্ষিত ডিএনএ ছিল, যার ফলে ওই নারীর মুখাবয়বকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে পুনর্গঠন করা সম্ভব হয়েছে। তাঁর বয়স ছিল ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে।

গবেষক ইসাবেল বলেন, মেসোলিথিক যুগে এই নারী ছিলেন পশ্চিম ইউরোপের শিকারি-সংগ্রাহক জনগোষ্ঠীর অংশ। জেনেটিক পরীক্ষার মাধ্যমে গবেষকেরা ওই নারীর ত্বকের রং ও চোখের রং বের করতে সক্ষম হন। তিনি আরও বলেন, এই জনগোষ্ঠীকে চেনা যায় তাদের গাঢ় ত্বক ও নীল চোখের জন্য—যেমন ছিল যুক্তরাজ্যের চেডার ম্যানের। প্রায় ১০ হাজার বছর আগে যুক্তরাজ্যে বসবাসকারী চেডার ম্যানের কঙ্কাল ১৯০৩ সালে আবিষ্কৃত হয়।

মোসঅ্যানের ডিএনএ তাঁর চেহারা সম্পর্কে মূল্যবান কিছু সূত্র দিয়েছে। তবে তাঁকে জীবন্ত করে তুলেছে নেদারল্যান্ডসের শিল্পী আলফন্স ও অ্যাডরি কেনিস নামের যমজ দুই ভাইয়ের অনন্য দক্ষতা।

গবেষকদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার পর তাঁরা কাজ শুরু করেন। খুলির ছাঁচ তৈরি থেকে শুরু করে মাটির মডেলিংয়ে শেষ পর্যায়ের সাজসজ্জা, প্রতিটি মুখের পেশি অঙ্গভঙ্গি নিখুঁতভাবে গড়ে তোলেন তাঁরা। আলফন্স কেনিস আর্নহেম শহরে তাঁদের স্টুডিওতে বলেন, পুনর্গঠনের সবচেয়ে বড় দিকটি হলো একটি চরিত্র তৈরি করা। আপনি চাইলে একটি ফরেনসিক পুনর্গঠন করতে পারেন। তথ্য ব্যবহার করতে পারেন, পেশি বসাতে পারেন, ত্বকও লাগাতে পারেন, কিন্তু এতে কোনো চরিত্র তৈরি হয় না। তবে তাঁরা পুনর্গঠন সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় নেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভবিষ্যতে কেউ স্বৈরাচার হলে পরিণতি শেখ হাসিনার মতো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিনিধিত্ব করার ‘প্রতীকহীন’ সুযোগ 
  • ১০ হাজার বছর আগের এক নারীর প্রতিকৃতি বানালেন গবেষকেরা
  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • বিএনপি নেতাকর্মীদের জনবান্ধব হতে হবে : সাখাওয়াত
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে
  • জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ
  • মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে মিজান খন্দকারের মতবিনিময়