নাটোরের লালপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে লালপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪ বছরের এক কিশোরী বিলে ভুট্টার জমির পাশে ঘাস কাটছিল। এ সময় একই এলাকার শাহীন তাকে জোর করে ভুট্টা খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ রাতে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করে। 

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো.

নুরুজ্জামান বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পাউলুস পটল বিশ্বাস বাদী হয়ে রাতে থানায় শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত শাহীনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।”

ঢাকা/আরিফুল/ইমন

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ