অন্তর্বর্তী সরকারও শ্রমিকবান্ধব হয়ে উঠতে পারেনি: উদীচী
Published: 1st, May 2025 GMT
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ঠিকই; তবে বর্তমান অন্তর্বর্তী সরকারও শ্রমিকবান্ধব হয়ে উঠতে পারেনি। এখনো শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলন দমনে বল প্রয়োগ করা হয়। শ্রমিকেরা বঞ্চিত হলে এখনো সরকারি কর্মকর্তারা তাঁদের পক্ষ না নিয়ে মালিকদের পক্ষ নেন।
বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। এমন অবস্থা পাল্টাতে হলে প্রকৃত অর্থে শ্রমিকশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তাঁরা।
মে দিবসে শ্রমিকদের অধিকার প্রকৃত অর্থে নিশ্চিত করা এবং শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব অন্যায়, অত্যাচার, বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে ঢাকার বিভিন্ন এলাকার শ্রমিক অঞ্চলে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে মিরপুরে অনুষ্ঠান করা হয়।
মিরপুরের বক্তারা বলেন, দেশে শ্রমিকেরা এখনো নিপীড়নের শিকার হন। ন্যূনতম চাহিদা মেটাতে বাড়তি শ্রম দিতে বাধ্য হন। তাঁদের ন্যায্য মজুরি ও বেতন বাকি রাখা হয় মাসের পর মাস। এসব দাবিতে আন্দোলন করলে শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়।
মিরপুরে কেন্দ্রীয় সংসদের অনুষ্ঠানের শুরুতে লাল পতাকা মিছিল করা হয়। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে সেনপাড়া ভিশন মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভা শেষে পথনাটক, গান, নাচ নিয়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
৩ দিনে রজনীকান্তের সিনেমার আয় ৩৬২ কোটি টাকা
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
মুক্তির আগেই আলোচনায় উঠে আসে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিং নিয়েও কাড়াকাড়ি শুরু হয়েছিল। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেন নির্মাতারা। আর মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি।
বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘কুলি’ সিনেমায় আয় করে ১৫১.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৯৪ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৬০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২৪ কোটি টাকা)।
আরো পড়ুন:
রজনীকান্তের ‘কুলি’: এক পয়সাও পারিশ্রমিক নেননি আমির!
মুক্তির আগেই রজনীকান্তের সিনেমার আয় ৩৪৬ কোটি টাকা
স্যাকনিল্কের তথ্য অনুসারে, তিন দিনে কুলি সিনেমা শুধু ভারতে আয় করেছে ১৫৮.৩৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১০৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৬১.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬২ কোটি ৪৭ লাখ টাকা)।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১৯ কোটি ৮৩ লাখ টাকা)। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি) আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।
ঢাকা/শান্ত