অন্তর্বর্তী সরকারও শ্রমিকবান্ধব হয়ে উঠতে পারেনি: উদীচী
Published: 1st, May 2025 GMT
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ঠিকই; তবে বর্তমান অন্তর্বর্তী সরকারও শ্রমিকবান্ধব হয়ে উঠতে পারেনি। এখনো শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলন দমনে বল প্রয়োগ করা হয়। শ্রমিকেরা বঞ্চিত হলে এখনো সরকারি কর্মকর্তারা তাঁদের পক্ষ না নিয়ে মালিকদের পক্ষ নেন।
বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। এমন অবস্থা পাল্টাতে হলে প্রকৃত অর্থে শ্রমিকশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তাঁরা।
মে দিবসে শ্রমিকদের অধিকার প্রকৃত অর্থে নিশ্চিত করা এবং শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব অন্যায়, অত্যাচার, বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে ঢাকার বিভিন্ন এলাকার শ্রমিক অঞ্চলে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে মিরপুরে অনুষ্ঠান করা হয়।
মিরপুরের বক্তারা বলেন, দেশে শ্রমিকেরা এখনো নিপীড়নের শিকার হন। ন্যূনতম চাহিদা মেটাতে বাড়তি শ্রম দিতে বাধ্য হন। তাঁদের ন্যায্য মজুরি ও বেতন বাকি রাখা হয় মাসের পর মাস। এসব দাবিতে আন্দোলন করলে শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়।
মিরপুরে কেন্দ্রীয় সংসদের অনুষ্ঠানের শুরুতে লাল পতাকা মিছিল করা হয়। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে সেনপাড়া ভিশন মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভা শেষে পথনাটক, গান, নাচ নিয়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ
টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহত্তম তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের পর এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। যদিও তা এখন পর্যন্ত গত জুনের শেষ দিকের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে আছে।
আজ শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ৬১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৬২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ১০ ডলারে উঠেছে।
যদিও সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুড ৭ দশমিক ৬ শতাংশ ও ডব্লিউটিআই ৭ শতাংশ কমেছে। কারণ, সরবরাহ অতিরিক্ত থাকার পরও ওপেক ও সহযোগী দেশগুলো তেল উৎপাদন আরও বাড়াতে পারে।
সূত্র জানায়, ওপেক ও সহযোগী দেশগুলো নভেম্বরে তেল উৎপাদন প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত বৃদ্ধি করতে পারে, যা অক্টোবরের বৃদ্ধির তিন গুণ। সৌদি আরব বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধার করতে চাইছে। এটি সৌদি আরবের বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ।
বিশ্লেষক টনি সিকামোর বলেন, যদি ওপেক ও সহযোগী দেশগুলো দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয়, তাহলে সেটি আবার তেলের দাম কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। এমনকি বছরের সর্বনিম্ন দাম প্রায় ৫৫ ডলারও হতে পারে।
এদিকে ওপেক ও সহযোগী দেশগুলো জ্বালানি তেলের উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের কারণে বৈশ্বিক পরিশোধনাগারের কার্যক্রম ধীরগতি ও মৌসুমি কারণে আগামী মাসগুলোয় চাহিদা হ্রাস পেলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের মজুত দ্রুত বাড়তে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানায়, পরিশোধনাগারের কার্যক্রমের ধীরগতি ও চাহিদা কমায় যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল, গ্যাসোলিন ও ডিস্টিলেট মজুত বেড়েছ