শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে চাইছে ভারত
Published: 23rd, April 2025 GMT
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সোমবার চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন। ওই দিন সন্ধ্যায় তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবন লোককল্যাণ মার্গে বৈঠক করেছেন। তিন সন্তানসহ ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সকে সঙ্গে নিয়েই মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির নিমন্ত্রণে অংশ নেন। ভ্যান্স দম্পতির তিন সন্তানকে তিনটি ময়ূর পালক উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী।
লোককল্যাণ মার্গে মোদি-ভ্যান্স আলাদা করে বৈঠক করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন দুই নেতা। বৈঠকে তাঁরা জ্বালানি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তিসহ নানা খাতে সহযোগিতার সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন। তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন।
ভ্যান্সের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে একটি নতুন ও আধুনিক রূপরেখা উন্মোচনের দরজা খুলে যাবে, যা দুই দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে।
২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যেসব দেশে উচ্চ শুল্ক আরোপ করেছেন, ভারত তাদের মধ্যে অন্যতম। দেশটির ওপর নতুন করে ২৬ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। এখন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে সব মিলিয়ে ২৮ দশমিক ৫ শতাংশ শুল্ক বসতে পারে।
মোদি সরকারের জন্য এটি বড় এক ধাক্কা। কারণ, ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির রপ্তানি পণ্যের সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্রের বাজারে। তাই ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিবিড় আলোচনা শুরু করেছেন ভারতের কর্মকর্তারা। চেষ্টা করছেন নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি করতে, যাতে ট্রাম্পের ঘোষিত শুল্ক কমানো যায়।
আরও পড়ুনযুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি নিয়ে অগ্রগতিকে স্বাগত জানালেন মোদি-ভ্যান্স২১ এপ্রিল ২০২৫ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পরে তা চীন ছাড়া অন্য দেশগুলোর ক্ষেত্রে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। তবে সব দেশের জন্য আরোপিত ১০ শতাংশ সর্বজনীন (ইউনিভার্সাল) শুল্ক ভারতসহ সব দেশে ২ এপ্রিল কার্যকর হয়।
ভারতের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দ্বিপক্ষীয় চুক্তির যে চেষ্টা করছেন, তা নিয়ে দেশটির কৃষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের শঙ্কা, দর-কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষিপণ্যে বেশি হারে শুল্ক কমাতে পারে মোদি সরকার। এতে দেশটির বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বাড়বে। এমনটি হলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
এই আশঙ্কা থেকে গত সোমবার ভারতের বিভিন্ন গ্রামে কৃষকেরা বিক্ষোভ করেছেন। জেডি ভ্যান্সের কুশপুত্তলিকা দাহ করেছেন। স্লোগান দিয়েছেন, ‘ফিরে যাও ভ্যান্স। ভারত বিক্রির জন্য নয়।’
নরেন্দ্র মোদির সঙ্গে সপরিবারে জেডি ভ্যান্স। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোদির বাসভবনে, ২১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানের গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে।
আজ সোমবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। মিছিলটি হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটেন।
তবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতা আব্দুর রহিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হাইকোর্টের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০-১২ জন শিক্ষক আহত হন।
বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা