প্রদর্শনী ‘পুনর্জীবনে’ কাগজের কারুকাজ
Published: 1st, May 2025 GMT
প্রদর্শনীর নাম ‘পুনর্জীবন’। শিল্প এবং কারুশিল্পকর্ম—উভয়েরই এক নতুন জীবনের যাত্রা শুরু হয়েছে এই প্রদর্শনীতে।
রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের ২/৬ বাড়ির ‘দ্য ইলিউশনসে’ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে গ্যালারিতে কাগজ ও নানা রকম ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করে দৃষ্টিনন্দন ব্যবহারিক সামগ্রীর এই প্রদর্শনী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী রোকসানা ইসলামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন নকশাবিদ, কারু ও বস্ত্রশিল্প গবেষক চন্দ্র শেখর সাহা এবং মানবাধিকারকর্মী খুশী কবির। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ৭ মে পর্যন্ত।
এই প্রদর্শনীর কারুশিল্পগুলোর মূল উপাদান খবরের কাগজসহ বিভিন্ন ধরনের কাগজ। আনুষঙ্গিক হিসেবে রয়েছে আরও বিভিন্ন ধরনের উপকরণ। এসব দিয়ে তিনি তৈরি করেছেন হরেক রকম আকার ও আকৃতির গয়নার বাক্স, কলম-পেনসিল বাক্স, লন্ড্রি ঝুড়ি, ফল ও সবজি রাখার ঝুড়িসহ অনেক রকমের ঝুড়ি। ছোট টেবিল,মোমদানি, খোঁপার বাঁধন, কানের দুল, মালা, অনেক রকম পুতুল, আয়না, হাতপাখা, ঘর সাজানোর মতো আরও অনেক রকম কারু সামগ্রী। এগুলো আকার–আকৃতি আর রঙে দেখতে যেমন সুদৃশ্য, তেমনি কাগজে তৈরি হলেও ব্যবহারের জন্যও বেশ শক্তপোক্ত।
রোকসানা ইসলাম মূলত আলোকচিত্রশিল্পী। পেশাদার আলোকচিত্রী হিসেবেই তিনি কর্মজীবন শুরু করেছিলেন। তবে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় তাঁর জীবনে। ছবি তোলার সময় ২০১১ সালে প্রায় দেড়তলা উঁচু এক ছাদ থেকে পড়ে যান তিন। প্রাণে বেঁচে গেলেও দীর্ঘ সময়ের জন্য চলাচল করার সামর্থ্য হারিয়ে ফেলেন। এর মধ্যে ভুল চিকিৎসার কারণে পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে পড়ে। একটা পর্যায়ে তিনি ধীরে ধীরে চলাচলের শক্তি ফিরে পান। তখন থেকেই নানা ধরনের কারুশিল্প তৈরি করে নিজেকে আবার কাজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকেন। সেই থেকেই তাঁর এক নতুন জীবনের যাত্রা শুরু। এভাবে কারুশিল্প নিয়ে কাজ করতে করতেই তিনি একটা পর্যায়ে কাগজ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা শুরু করেন। এসব কারুশিল্পী থেকে বাছাই করা বেশ কিছু কারু সামগ্রী নিয়ে তাঁর এই প্রথম একক প্রদর্শনী। দর্শকেরা এই প্রদর্শনীতে এলে পছন্দের অনেক কিছুই খুঁজে পাবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রকম
এছাড়াও পড়ুন:
কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের
এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।