রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, অভ্যুত্থানের পর একদল ভোটের দাবিতে, আরেক দল সবকিছু বাতিল করে নতুন শুরুর দাবিতে মুখোমুখি অবস্থান নিয়েছে। এসব করে তারা ’২৪–এর যে সম্ভাবনা, সেটা নস্যাৎ করে দিতে চায়।

বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে হাসনাত কাইয়ূম এ কথা বলেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই নেতা বলেন, শ্রমিকেরা মানুষ হিসেবে সবচেয়ে বেশি মর্যাদা পাওয়ার দাবিদার। মাথার ঘাম পায়ে ফেলে যাঁরা নাগরিকের সুবিধাগুলো নিশ্চিত করেন, তাঁদের নাগরিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের উদাসীনতা রয়েছে। এমনকি এবারের  ঈদুল ফিতরেও শ্রমিকদের ন্যূনতম বেতন–ভাতা পেতে রাস্তায় নামতে হয়েছে, পুলিশের গুলি খেতে হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসিরউদ্দীন, পাবনা জেলা কমিটির সদস্যসচিব মো.

মাসুদ রানা, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু মিয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জাকিয়া শিশির, সঞ্চালনা করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সমন্বয়ক এহসান আহমেদ।

সভায় বক্তারা বলেন, গণ–অভ্যুত্থানের সম্ভাবনা কাজে লাগাতে কৃষক, শ্রমিকসহ সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবচেয়ে টেকসই উপায়ে সংস্কার যাত্রা শুরু করা জরুরি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ