ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিক রুবেল হোসেন ওই একই এলাকার মাখরুল শেখের ছেলে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান জানান, পৌরসদরের শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ চলছিল। এসময় সেখানটাতে কাজ করতেছিলেন শ্রমিক রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়ে যান। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান একই সাথে ফায়ার সার্ভিসেও খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, “মাহফুজার ভাই ও তার ছেলেকে আমার বিল্ডিংয়ের হাউজ খোঁড়ার কাজ কনট্রাক্ট দিয়েছি। কাজ শেষ পর্যায়ে। আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল। আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি। সে এখন সুস্থ আছে।”

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান বলেন, “আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অসাবধানতার ফলে এ দুর্ঘটনাটি ঘটে।”

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

গৌতম চন্দ্র সরকার বলেন, “ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।”

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন

বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে সমন্বিত বিএসসি ডিগ্রি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

আরো পড়ুন:

সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন

ইবিতে ছাত্রীর পোশাক নিয়ে শিক্ষকের কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধিকারের নামে কেন এই বৈষম্য?’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘ভেটেরিনারি একটাই পরিবার, কম্বাইন্ড ডিগ্রিতে সমান অধিকার’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘ভেটেরিনারি পরিবারে সমান অধিকার’, ‘সমন্বিত শিক্ষা দেশের সম্মান’, ‘আদিম পশু পালনে নয়, বরং সমন্বিত ভেটেরিনারি শিক্ষা দেশের সম্মান’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি সংশোধন না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় গবি ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগে বৈষম্য করছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার। আমরা ইতোমধ্যে প্রাণিসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ম্যামসহ বিএলআরআই কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা বারবার বিষয়টি উপেক্ষা করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”

আরেক শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “দেশের প্রাণিসম্পদ উন্নয়নের বৃহত্তর স্বার্থে ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে কম্বাইন্ড ডিগ্রি চালু হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু করা হয়। আমরা পশু চিকিৎসা ও পশু পালন—উভয় বিষয়ে সমন্বিত জ্ঞান অর্জন করি। অথচ বিএলআরআই আমাদের কোনো গবেষণা বা চাকরির সুযোগ দিচ্ছে না। এটি বৈষম্যমূলক ও স্বৈরাচারী আচরণ।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করেন।

ঢাকা/সানজিদা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ