ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিক রুবেল হোসেন ওই একই এলাকার মাখরুল শেখের ছেলে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান জানান, পৌরসদরের শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ চলছিল। এসময় সেখানটাতে কাজ করতেছিলেন শ্রমিক রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়ে যান। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান একই সাথে ফায়ার সার্ভিসেও খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, “মাহফুজার ভাই ও তার ছেলেকে আমার বিল্ডিংয়ের হাউজ খোঁড়ার কাজ কনট্রাক্ট দিয়েছি। কাজ শেষ পর্যায়ে। আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল। আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি। সে এখন সুস্থ আছে।”

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান বলেন, “আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অসাবধানতার ফলে এ দুর্ঘটনাটি ঘটে।”

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

গৌতম চন্দ্র সরকার বলেন, “ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।”

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের

ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।

সম্পর্কিত নিবন্ধ