ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিক রুবেল হোসেন ওই একই এলাকার মাখরুল শেখের ছেলে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান জানান, পৌরসদরের শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ চলছিল। এসময় সেখানটাতে কাজ করতেছিলেন শ্রমিক রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়ে যান। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান একই সাথে ফায়ার সার্ভিসেও খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, “মাহফুজার ভাই ও তার ছেলেকে আমার বিল্ডিংয়ের হাউজ খোঁড়ার কাজ কনট্রাক্ট দিয়েছি। কাজ শেষ পর্যায়ে। আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল। আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি। সে এখন সুস্থ আছে।”

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান বলেন, “আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অসাবধানতার ফলে এ দুর্ঘটনাটি ঘটে।”

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

গৌতম চন্দ্র সরকার বলেন, “ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।”

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ