৯ বছর পর দেশে ফিরে ঘরে পেলেন স্ত্রীর লাশ
Published: 16th, January 2025 GMT
প্রায় ৯ বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরেছেন আলামিন নামে এক প্রবাসী যুবক। তবে ফেরাটা সুখের হলো না তার। ঘরে ঢুকেই দেখতে পান স্ত্রীর ঝুলন্ত মরদেহ। এ সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী পপির (৩০) মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজনের ধারণা, আজ দুপুরের দিকে পপি তার বসতঘরের কাঠের আড়ার সঙ্গে নিজের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠান। পপির আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি পরিবার।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব