খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://adm.kuet.ac.bd) এ ফলাফল প্রকাশ করা হয়।
দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে গত ১১ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের ভর্তি পরীক্ষায় ১৬টি বিভাগের ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে ২২ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৯৯৩৩ পর্যন্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাস্থানপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টার মধ্যে (https://adm.
প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউআরপি বিভাগে মেধাক্রম ১ থেকে ১০২০ পর্যন্ত, আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১-৪০ পর্যন্ত, বান্দরবান জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য মেধাক্রম ১-৪ স্থান অর্জনকারীকে আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া মেধা তালিকা (দ্বিতীয় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ৯ মার্চ এবং মেধা তালিকা (তৃতীয় বার) থেকে (প্রয়োজন সাপেক্ষে) ১৫ এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৪ এপ্রিল এবং একাডেমিক ক্লাস শুরু হবে ২৭ এপ্রিল।
গত বছর শিক্ষার্থীদের ভর্তি ফি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। কিন্তু শিক্ষার্থীদের আর্থিক বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় এবারের ভর্তি ফি কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।
আরো পড়ুন:
পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর
নিজের প্রতি সদয় কেন হতে হবে?
কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?
প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।
দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!
তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।
চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা সঠিক প্রম্পট দেওয়া। আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।
শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।
ঢাকা/লিপি