যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বড় অংশ দাবানলে বিপর্যস্ত। এতে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। পুড়ে গেছে ১২ হাজার ৩০০-এরও বেশি স্থাপনা। লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এখনও দাবানল চলমান।
কীভাবে শুরু হলো
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশনের (ক্যাল ফায়ার) তথ্য অনুসারে, ৭ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে (১৮:৩০ গ্রিনউইচ সময়) লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রথম আগুন শুরু হয়। তদন্তকারীরা এখনও সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক অগ্নিঝড়ের সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।
ক্যালিফোর্নিয়ায় সাধারণত জুন ও জুলাই মাসে দাবানল সৃষ্টি হয়। দাবানল অক্টোবর পর্যন্তও চলতে পারে। এবার জানুয়ারি মাসেই সৃষ্টি হলো। অথচ জানুয়ারি সবচেয়ে ঠান্ডা সময়।
আগুনের উৎপত্তিস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া। জায়গাটি খরা পরিস্থিতির সম্মুখীন। কয়েক মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাতও হয়নি। মার্কিন খরা মনিটরের সর্বশেষ মানচিত্র দেখাচ্ছে–৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৪০.
ইউএস এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) একটি প্রতিবেদন অনুসারে, জলবায়ু পরিবর্তন দাবানলের পরিধি, ঋতুর দৈর্ঘ্য ও পুড়ে যাওয়া এলাকা বাড়াতে ভূমিকা রেখেছে। ‘সান্তা আনা’ থেকে আসা শুষ্ক ও গরম বাতাসই সম্ভবত এ অঞ্চলে দাবানলের কারণ।
শুষ্ক মরুভূমির বাতাস এ অঞ্চলের ভেতর থেকে উপকূলের দিকে চলে যায়। শুষ্ক প্রকৃতির দাবানল তৈরিতে এ বাতাস ভূমিকা রাখে। কারণ, এর প্রভাবে পরিবেশে আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে গাছপালা খুব শুষ্ক হয়ে যায় এবং অগ্নিস্পর্শকতার হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যে কোনো স্ফুলিঙ্গ থেকে আগুন শুরু হতে পারে। এটি সিগারেটের আগুন, যানবাহন বা বৈদ্যুতিক গোলযোগের আগুন হতে পারে।
আবহাওয়াবিদ ড্যানিয়েল এহরেসম্যানের মতে, ৭ জানুয়ারি রাতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। শুকনো গাছপালা ছাড়াও লস অ্যাঞ্জেলেসে অন্যান্য দাহ্য পদার্থ রয়েছে। যেমন–ঝুলন্ত বৈদ্যুতিক তার ও কাঠের টেলিফোন পোল।
‘সান্তা আনা’ বাতাস অতীতে ক্যালিফোর্নিয়ায় চরম দাবানলের সঙ্গে যুক্ত ছিল, যার মধ্যে ২০১৮ সালের নভেম্বরে উলসি অগ্নিকাণ্ডে তিনজন মারা গিয়েছিল এবং ১৬শ কাঠামো ধ্বংস হয়েছিল।
বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করেছেন যে এ বছর আবহাওয়ার অবস্থা ভয়াবহ হবে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন সোমবার একটি লাইভস্ট্রিমে বলেছেন, ‘আমরা সত্যিই আগের মতো ভেজা মৌসুমের পর এই মৌসুমের মতো শুষ্ক কোনো ঋতু দেখিনি, ঘাস ও গাছপালার এই অতিরিক্ত বৃদ্ধি এবং অবিলম্বে এই মাত্রার বাতাসের ঘটনা ঘটে। তবুও বাতাস অবিশ্বাস্যভাবে শুষ্ক।’
এ দাবানল কতটা ভয়াবহ
প্রশান্ত মহাসাগরীয় প্যালিসেডস অঞ্চল থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে দ্রুত অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে (০২:০০ গ্রিনউইচ) ইটনে দাবানল লাগে। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে সান ফার্নান্দো উপত্যকার সিলমারে একই দিনে হার্স্ট ফায়ার নামে তৃতীয় দাবানল সৃষ্টি হয়।
৮ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি দাবানল লাগে। লস অ্যাঞ্জেলেসের লিডিয়া, সানসেট এবং উডলি; ভেনচুরার অলিভাস ও রিভারসাইডে এ দাবানল সৃষ্টি হয়। ১০ জানুয়ারি জানা যায় যে সান ফার্নান্দো উপত্যকার একটি পাড়া ওয়েস্ট হিলসে ‘কেনেথ দাবানল’ ছড়িয়ে পড়েছে। এলাকাভিত্তিক নামাঙ্কন।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সেসের ইমেরিটাস অধ্যাপক স্টিফেন পাইন বলেন, ‘শক্তিশালী বাতাসই এ দাবানলের মূল চালিকাশক্তি। ঘূর্ণিঝড়ের সমশক্তির বাতাস। এমন আগুন থামানোর শক্তি পৃথিবীতে নেই বললেই চলে। অগ্নিনির্বাপণ কর্মীদের সাধ্যের পরিধির বহু ওপরে এ দাবানল। বাতাস বন্ধ না হওয়া বা জ্বালানি ফুরিয়ে না যাওয়া পর্যন্ত এসব চলতে থাকবে।’
‘আগুন ছড়িয়ে পড়ার একটি প্রাথমিক প্রক্রিয়া আগুনের সুনামি নয়: এটি অঙ্গারের তুষারঝড়। অঙ্গারগুলো জ্বলন্ত সম্মুখভাগের অনেক সামনের ভবনগুলো জ্বালিয়ে দিতে পারে। তারপর কাঠামোগুলো একটি প্রাথমিক জ্বালানিতে পরিণত হয় এবং আগুন একটি কাঠামো থেকে অন্য কাঠামোতে লাফিয়ে নগর দাবানল হিসেবে ছড়িয়ে পড়ে।’
নিয়ন্ত্রণ
আগুনের চারপাশে পরিধি বা নিয়ন্ত্রণরেখা স্থাপন করা হয়েছে যেন এর নিয়ন্ত্রণসীমা বোঝা যায় এবং ছড়িয়ে পড়া রোধ করা যায়। আগুনের চারপাশে তৈরি যে কোনো ভৌত বাধা এই নিয়ন্ত্রণরেখা তৈরি করতে পারে। যেমন অগভীর পরিখা তৈরি। ক্যালিফোর্নিয়ার আগুনের এখনও বড় অংশ অনিয়ন্ত্রিত, যার অর্থ আরও ছড়িয়ে পড়া থেকে কোনো প্রতিরোধ নেই।
সরকারের প্রতিক্রিয়া
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ৭ জানুয়ারি রাতে একটি এক্স পোস্টে বলেছিলেন, ৭ হাজার ৫০০ অগ্নিনির্বাপণ কর্মী বর্তমানে মাঠে রয়েছেন। সংখ্যাটি পরবর্তী সময়ে আরও বেড়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগুনের ফেডারেল প্রতিক্রিয়ার ওপর মনোযোগ দেওয়ার জন্য তাঁর আসন্ন ইতালি সফর বাতিল করেছেন। বাইডেন তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন– পাঁচটি এয়ারট্যাঙ্কার ও ১০টি অগ্নিনির্বাপক হেলিকপ্টার সরবরাহ করা হয়েছে তখন পর্যন্ত। তবে বড় বাধা তীব্র বাতাস।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকলপ্রধান অ্যান্থনি ম্যারোন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নেভাদাসহ আরও ছয়টি রাজ্য থেকে অগ্নিনির্বাপণ কর্মীদের ক্যালিফোর্নিয়ায় পাঠানো হচ্ছে। অতিরিক্ত এক হাজার কর্মীসহ ২৫০টি ইঞ্জিন কোম্পানিকে উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর করা হচ্ছে। কিন্তু আগুনের পরিধির সাপেক্ষে পর্যাপ্ত নির্বাপকসামগ্রী নেই। প্যালিসেডসে পানির ঘাটতির কারণে কিছু অগ্নিনির্বাপক হাইড্রেন্ট জলশূন্য হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ারের প্রধান নির্বাহী জ্যানিস কুইনোনেস সংবাদ সম্মেলনে বলেন, প্যাসিফিক প্যালিসেডস তিনটি জলাধারের ওপর নির্ভরশীল। প্রতিটিতে প্রায় ১০ লাখ গ্যালন (প্রায় ৩৭ লাখ ৮০ হাজার লিটার) জল থাকে। কুইনোনেস আরও বলেন, পানি নিয়ে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) হলিউড, হার্স্ট এবং প্যালিসেডসের জন্য সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে।
আগুন এখনও শেষ হয়নি। বাতাস না কমে যাওয়া পর্যন্ত শেষ হবে না, বলছেন কর্তাব্যক্তিরা। তারা শীত শেষের বৃষ্টির মুখাপেক্ষী হয়ে আছেন। অন্যথায় জ্বালানি থাকা পর্যন্ত আগুন জ্বলবে।
এরপর কী হবে
বাতাসের গতি কমে গিয়ে প্রায় ৩০-৫০ মাইল (৫০-৮০ কিমি/ঘণ্টা) বেগে নেমে এসেছে। কিন্তু আগুন এখনও সক্রিয়।
বাতাস কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং শিগগির লাল পতাকার আগুনের সতর্কতা প্রত্যাহার করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন থাকবে।
স্টিফেন পাইন বলেন, ‘অগ্নিকাণ্ড-পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতা অগোছালো, দীর্ঘ ও ব্যয়বহুল হবে। আজকাল যে ধরনের প্লাস্টিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বাভাবিকভাবেই ঘরবাড়িগুলোয় ব্যবহৃত হয়, সেসবের ধ্বংসাবশেষের প্রভাবে অগ্নিনির্বাপণ-পরবর্তী পরিবেশ বিষাক্ত হয়ে ওঠার ঝুঁকি আছে। আবার সব সাজিয়ে-গুছিয়ে তোলা হয়তো দুঃস্বপ্নতুল্য হবে। বীমা পরিশোধ, প্রযোজ্যতা এসব নিয়ে জটিলতা দেখা দেবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিপূরক উদ্যোগগুলো কতটা কাজ করবে বলা কঠিন।
উৎস: Samakal
কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স র
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।