অনৈতিক সম্পর্ক বা পারিবারিক দ্বন্দ্বের জেরে নয়, গচ্ছিত টাকার জন্য দ্বিতীয় স্ত্রী মনোয়ারাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আজাদ বক্স। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

১২ জানুয়ারি উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে মনোয়ারা বেগম নামে এক নারীর হত্যাকাণ্ডের ব্যাপারে সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে। তবে নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর নামে কুৎসা রটানোর চেষ্টা করে স্বামী আজাদ। 

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মনোয়ারা বেগমের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। তালাকের সময় আগের স্বামী দেনমোহরের ৩ লাখ টাকা বুঝিয়ে দেন।

পরে ২০২৩ সালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্সের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে হয় মনোয়ারার। মনোয়ারা বেগম আলেপুরের বাবার বাড়িতেই থাকতেন। এ সময় মনোয়ারার কাছে থাকা সেই ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করতে থাকে আজাদ। এক পর্যায়ে স্ত্রী মনোয়ারা সরল বিশ্বাসে সব টাকা তার হাতে তুলে দেন। টাকা নেওয়ার পর যৌতুক হিসেবে আরও ১ লাখ টাকার জন্য মনোয়ারা ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে আজাদ।

এক পর্যায়ে মনোয়ারা তাঁর দেওয়া টাকা উদ্ধারের জন্য কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে আজাদ মনোয়ারাকে অভিযোগ তুলে নিতে চাপ দিতে থাকে। এক পর্যায়ে ১২ জানুয়ারি সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে মনোয়ারাকে হত্যা করে আজাদ। পরে শাস্তি কম করার জন্য সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

প্রতিবেশী ইয়াকুব আলী জানান, মনোয়ারাকে নির্যাতন করত আজাদ বক্স। একবার এ নিয়ে বিচারও হয়েছে। সে স্ত্রীর টাকা হাতিয়ে নেয়। মনোয়ারা তাকে দুটো অটোরিকশা কিনে দিয়েছিলেন। সেটারও কোনো টাকাপয়সা দিত না।

নিহতের ছোট ভাই ও মামলার বাদী সুমন মিয়া জানান, তাঁর বোন খুব সহজ-সরল ছিল। মা ও বোন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাঁকে অত্যাচার করত আজাদ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামি আজাদ বক্স থানায় এলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মন য় র ক র জন য

এছাড়াও পড়ুন:

আয়কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন খালেদা জিয়ার ভাগনে শাহরিন

আয়কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম। এই মামলায় ১৭ বছর আগে তাঁর জেল-জরিমানা হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আজ মঙ্গলবার সকালে শাহরিন ইসলাম আত্মসমর্পণ করেন, জামিনের আবেদন জানান।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহরিন ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও শেখ সাকিল আহমেদ রিপন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, শাহরিন ইসলাম অসুস্থ। তিনি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৭ বছর আগে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আয়কর অধ্যাদেশের মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছিল। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলামকে আট বছর কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাঁকে ৯২ লাখ টাকা জরিমানা করা হয়।

জামিনের আবেদনে শাহরিন ইসলাম উল্লেখ করেছেন, তিনি ১৯৯৮-১৯৯৯ কর বছর থেকে ২০০৬-২০০৭ কর বছর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন। তিনি সেখানে তাঁর সব সম্পদের তথ্য উল্লেখ করেছেন। বিচারিক আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি।

সম্পর্কিত নিবন্ধ

  • চমেক শিক্ষার্থী আবিদ হত্যা: ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
  • চমেক শিক্ষার্থী আবিদ হত্যা ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
  • দুদকের দুই মামলায় তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • তারেক রহমানের খালাতো ভাই তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • চমেক শিক্ষার্থী আবিদুর হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ
  • আত্মসমর্পণের পর কারাগারে খালেদা জিয়ার ভাগ্নে তুহিন
  • খালেদা জিয়ার ভাগনে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ
  • আয়কর ফাঁকির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন খালেদা জিয়ার ভাগনে শাহরিন
  • কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ
  • আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর