‘আগের স্বামী দেওয়া দেনমোহরের টাকার জন্যই স্ত্রীকে খুন’
Published: 20th, January 2025 GMT
অনৈতিক সম্পর্ক বা পারিবারিক দ্বন্দ্বের জেরে নয়, গচ্ছিত টাকার জন্য দ্বিতীয় স্ত্রী মনোয়ারাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আজাদ বক্স। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
১২ জানুয়ারি উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে মনোয়ারা বেগম নামে এক নারীর হত্যাকাণ্ডের ব্যাপারে সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে। তবে নিজের অপরাধ ঢাকতে স্ত্রীর নামে কুৎসা রটানোর চেষ্টা করে স্বামী আজাদ।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মনোয়ারা বেগমের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। তালাকের সময় আগের স্বামী দেনমোহরের ৩ লাখ টাকা বুঝিয়ে দেন।
পরে ২০২৩ সালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্সের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে হয় মনোয়ারার। মনোয়ারা বেগম আলেপুরের বাবার বাড়িতেই থাকতেন। এ সময় মনোয়ারার কাছে থাকা সেই ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করতে থাকে আজাদ। এক পর্যায়ে স্ত্রী মনোয়ারা সরল বিশ্বাসে সব টাকা তার হাতে তুলে দেন। টাকা নেওয়ার পর যৌতুক হিসেবে আরও ১ লাখ টাকার জন্য মনোয়ারা ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে আজাদ।
এক পর্যায়ে মনোয়ারা তাঁর দেওয়া টাকা উদ্ধারের জন্য কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে আজাদ মনোয়ারাকে অভিযোগ তুলে নিতে চাপ দিতে থাকে। এক পর্যায়ে ১২ জানুয়ারি সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে মনোয়ারাকে হত্যা করে আজাদ। পরে শাস্তি কম করার জন্য সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
প্রতিবেশী ইয়াকুব আলী জানান, মনোয়ারাকে নির্যাতন করত আজাদ বক্স। একবার এ নিয়ে বিচারও হয়েছে। সে স্ত্রীর টাকা হাতিয়ে নেয়। মনোয়ারা তাকে দুটো অটোরিকশা কিনে দিয়েছিলেন। সেটারও কোনো টাকাপয়সা দিত না।
নিহতের ছোট ভাই ও মামলার বাদী সুমন মিয়া জানান, তাঁর বোন খুব সহজ-সরল ছিল। মা ও বোন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তাঁকে অত্যাচার করত আজাদ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামি আজাদ বক্স থানায় এলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
ভারতীয় যৌথবাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছে মাওবাদী ও নকশালবাদীরা। গত ৯ মাসে ২১০ জন সদস্যের মৃত্যুর পর ভারত সরকারের কাছে প্রথমবারের মতো শান্তির দাবি জানাল মাওবাদীরা। সশস্ত্র এই বামপন্থী সংগঠনটির পক্ষে এক প্রেস বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, শান্তি স্থাপনের লক্ষ্যে হাতিয়ার ছেড়ে বৈঠকে বসতে রাজি তারা।
মাও-কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, তারা আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগ করতে রাজি। যাতে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমাধানের পথে আসতে পারে। তবে সেই আলোচনার পথে সরকার যেন কোনোরকম চালাকি না করে।
আরো পড়ুন:
মাদক পাচারে অভিযুক্ত ১৬ হাজার বিদেশিকে বহিষ্কার করবে ভারত
অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
জানা গেছে, গত ১৫ অগাস্ট সরকারকে এই প্রস্তাব পাঠিয়েছিল মাওবাদীরা।
১৫ অগাস্ট লেখা চিঠিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, একমাস ধরে এই সংঘর্ষবিরতি জারি রাখার আর্জি জানিয়েছিল মাওবাদীরা। তারপর নিজেদের মধ্যে আলোচনা চালাতে চায় তারা। মাওবাদীদের সাধারণ সম্পাদক অভয়ের নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে মোদি সরকারের পক্ষ থেকে মাওবাদীদের এই চিঠির কোনো জবাব এখনও দেওয়া হয়নি বলেই খবর।
মাওবাদী নেতা অভয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষ যাতে থামে সেটা আমরাও চাই। আমরা আমাদের সিদ্ধান্ত বদল করেছি। তবে এই বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে জানানো উচিত। যদি সরকার সত্যিই আলোচনা চায় তাহলে আমাদের এক মাসের সময় দেওয়া হোক। এই সময়ে জেলবন্দি শীর্ষ মাওবাদী নেতাদের সঙ্গে আলোচনা করতে চায় তারা। তবে এই এক মাস যাতে কোনো অভিযান না চলে সেটাও জানানো হয়েছে মাওবাদীদের তরফে।
মাও সংগঠনের বার্তা, “এই সময়কালে তাদের উপর যেন নিরাপত্তবাহিনী কোনোরকম অভিযান না চালায়। সরকার যদি চায় তবে কাল থেকেই ভিডিও কলের মাধ্যমে আলোচনা চালাতে প্রস্তুত আমরা।”
প্রসঙ্গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত নকশাল বিরোধী অভিযানে কেন্দ্র ও রাজ্যে সরকারগুলোর যৌথ নিরাপত্তা বাহিনী উল্লেখ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ের মধ্যে অন্তত ৪৯৮ জন মাওবাদী নিকেশ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৬১৬ জনকে।
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরো গতি পেয়েছে। এরমধ্যে ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। পাশাপাশি আত্মসমর্পণ করেন ১ হাজার ৬৬৬ জন। ২৪-এর পর ২০২৫ সালে অভিযানের ঝাঁজ আরো বেড়েছে। রিপোর্ট বলছে, গত ৯ মাসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২১০ জন মাওবাদীর। এদের মধ্যে শুধুমাত্র ছত্তিশগড়ে ১৩ জন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। যাদের মাথার দাম ছিল ন্যূনতম ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত। কেবলমাত্র ছত্তিশগড়েই ৬৫টি নতুন সুরক্ষা ক্যাম্প খোলা হয়েছে।
অনুমান করা হচ্ছে, একের পর এক শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর নকশালদের মনোবল ভেঙে পড়েছে। তারা এখন বেশ কিছুটা ব্যাকফুটে। আশঙ্কার আবহও মাওবাদীদের মধ্যে। আর সে কারণেই তাদের পক্ষ থেকে বারবার সংঘর্ষবিরতির আর্জি জানানো হচ্ছে। তবে সরকার মাওবাদীদের সে দাবি মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ