সংগীতশিল্পী ও সাংবাদিক শারমিন রমা। দুই জায়গাতেই সফল তিনি। সম্প্রতি জনপ্রিয় এই শিল্পী নতুন গানের প্রজেক্টের কাজ শুরু করেছেন। ১০০ জন শিল্পী নিয়ে তৈরি হবে এটি। ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকবে রমার গাওয়া তিনটি ফোক গান।
নতুন কাজ সম্পর্কে শারমিন রমা বলেন, “প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসংগীতের অসামান্য ভাণ্ডার থেকে নেয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। আশা করছি, এ মাসেই ভয়েস দেয়া শেষ হবে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে গানগুলোর ভিডিও নির্মিত হবে।”
গান ছাড়াও নিজের পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রমা। পেশায় সাংবাদিক এই সংগীতশিল্পী নিজের পেশাগত ব্যস্ততা সম্পর্কে বলেন, “আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো— ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিতভাবে চ্যানেল আই’-তে প্রচার হচ্ছে।”
আরো পড়ুন:
কাজের লোককে ‘ঝি’ বলা যাবে না কেন, প্রশ্ন অঞ্জন দত্তর
সারেগামাপা’র বিজয়ী শ্রদ্ধা
পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গত বছর দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। সম্মানজনক এই পুরস্কারের আয়োজনটি ২০০০ সাল থেকে হয়ে আসছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস