ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সেই সঙ্গে তাকে বিএনপির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি শনিবার বিকেল পৌনে ৪টায় প্রকাশ করা হয়। 

এতে উল্লেখ করা হয়েছে, ‘রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.

নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তাকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে নাসিম আকন বলেন, ‘আমাকে শোকজ করা হয়েছিল। আমি তার জবাব দিয়েছি। এখন যদি আমাকে দলীয় পদ থেকে স্থগিত রাখে তাহলে আলহামদুলিল্লাহ।’ 

এর আগে ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে নাসিম উদ্দিন আকনকে শোকজ করে বিএনপি। শোকজের ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপির দায়িত্বশীল পদে থাকা অবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না তার জবাব তিন কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছিল। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ