মজুরি বৃদ্ধির দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ
Published: 28th, January 2025 GMT
ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত চামড়াশিল্প নগরের বিভিন্ন ট্যানারির শ্রমিকেরা এসকল কর্মসূচি পালন করেন।
এদিন সকাল ১০টার দিকে সাভারের চামড়া শিল্প নগরীর প্রধান সড়কে অবস্থান নেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে বিভিন্ন ট্যানারির শতাধিক শ্রমিক। পরে তারা সেখানে কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বেলা ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা জানান, বিভিন্ন সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণার পর ইতিমধ্যে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। তবে ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক মো.
আন্দোলনে অংশ নেওয়া নারী শ্রমিক শান্তি খাতুন বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। আমরা বাধ্য হয়ে রাস্তায় বসে আন্দোলন করছি। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, “মজুরি সংক্রান্ত বিষয়টি নিয়ে বিটিএ, বাংলাদেশ ফিনিশ লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সেপোর্টর্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা চলছে। গত রোববার (বিএফএলএলএফইএ) এর উপদেষ্টা অসুস্থ থাকায় সবার সম্মতিতে পরবর্তীতে একটি তারিখ নির্ধারণ করে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এরমধ্যেই কোন নোটিশ না দিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এসকল কর্মসূচি পালন করলেন।”
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “ট্যানারি শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হলেও সেটি বাস্তবায়ন হয়নি। এটি বাস্তবায়নের দাবিতে গত ২২ তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ওই সময়ে শুধুমাত্র টিফিনের সময় ট্যানারির ফটকে শ্রমিকেরা অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে ঘোষিত মজুরি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সেটি এখন বাস্তবায়ন করতে হবে এখানে কোনটি মানা হবে, মানা হবে না, কমবেশি করা হবে এমন আলোচনার কোন সুযোগ নেই। মালিকপক্ষ বিষয়টিকে গূরুত্ব না দেওয়ায় আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরপরও মালিকপক্ষ যদি সকরকারের সিদ্ধান্তের বাস্তবায়ন না করেন তবে ওভার টাইম না করার যে সিদ্ধান্ত রয়েছে সেটি কার্যকর করা হবে।”
ঢাকা/আরিফ/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন