আওয়ামীপন্থি আইনজীবীদের সরে দাঁড়াতে বিক্ষোভ
Published: 29th, January 2025 GMT
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন থেকে আওয়ামীপন্থি আইনজীবীদের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
গতকাল বুধবার আদালত চত্বরে গিয়ে তারা এ বিক্ষোভ করেন। এ সময় নির্বাচন বাতিল না করলে বার কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আজ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বাচ্চু-হাকিম-রাজ্জাক প্যানেলে বিএনপিপন্থি ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আনিছ-সাত্তার-রোকন প্যানেলে রয়েছেন আওয়ামীপন্থি ও সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা।
গতকাল দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থি প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন। নির্বাচন বাতিল করা না হলে বৃহস্পতিবার সমিতির কার্যালয় বন্ধ করার ঘোষণা দেন তারা।
প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী অশোক কুমার সাহা বলেন, আন্দোলনকারীরা বলছে– কোনো ফ্যাসিবাদ যেন নির্বাচন না করে। আমাদের আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইনজ ব
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক