ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Published: 30th, January 2025 GMT
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. শাহাদাৎ হোসেন সভাপতি ও মো. নাসিমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি খান শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, হাসান সিকদার, অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাঢ়ি, ভিজিলেন্স সম্পাদক মো. মাহেব হোসেন, লাইব্রেরি সম্পাদক মো. আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক মো.
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ হোসেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ঢাকা/অলোক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক