গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৩টি বিভাগের ৮৭ জন শিক্ষার্থী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) বাবদ ২০২৪-২৫ অর্থবছরে তারা প্রত্যেকে ৫৪ হাজার টাকা করে মোট ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা পাবেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে পাঁচজন,জীববিজ্ঞান ও চিকিৎসা ক্যাটাগরিতে ৪৫ জন এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৭ জন ফেলোশিপ পেয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা প্রত্যেকে মাস্টার্সের গবেষণা বাবদ এ ফেলোশিপ পাবেন।

এদের মধ্যে ফার্মেসি বিভাগের ১৮ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ১৮ জন, ওশানোগ্রাফি বিভাগের ১০ জন, অণুজীববিজ্ঞান বিভাগের নয়জন, অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের সাতজন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সাতজন, পরিসংখ্যান বিভাগের চারজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চারজন, সিএসটিই বিভাগের তিনজন, ইইই বিভাগের দুইজন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের দুইজন, কৃষি বিভাগের দুইজন এবং এসিসিই বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট তিনটি গ্রুপে এ ফেলোশিপ প্রদান করা হয়।

এর মধ্যে রয়েছে, ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি; জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান; খাদ্য ও কৃষি বিজ্ঞান।

নির্ধারিত কমিটি প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই ও আবেদনকারীগণের সাক্ষাৎকার গ্রহণ করেন। তাদের সুপারিশের ভিত্তিতে এ ফেলোশিপ প্রদান করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ