কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকার মহাখালীর বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, শাহেরা খাতুন (৮০), সাহারা বেগম (৫০), ফাতেমা বেগম (৪২), আছমা আক্তার (৪৮), আছমা বেগম (৩৫), রাফিয়া আক্তার (২৭), মুনতাহা আক্তার (২৭), আদিল মিয়া (৩০), নারায়ণ চন্দ্র দাস (৪৫), বাচ্চু মিয়া (৪০),  মারুফা খাতুন (১৭) মার্জিয়া খাতুন (১১), আব্দুর রহমান (৬), শারিয়া ইসলাম (৭), মৌসুমি আক্তার (৯), ইয়াছিন মিয়া (১২), তানজিল মিয়া (১০), ঈশান মিয়া (১৪), সুইটি আক্তার (১৬), জান্নাত আক্তার (৫), হোসাইন মিয়া (৮), রাইয়ান মিয়া (১০) ও রাতুল মিয়া (১৬)। বাকিদের নাম জানা যায়নি। কুকুরের কামড়ে আহতদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা, মধ্যেরচর, রসুলপুরসহ পৌরসভার চণ্ডিবেড়, দড়িচণ্ডিবেড়, আমলাপাড়া ও ভৈরবপুরসহ বিভিন্ন এলাকার মানুষকে পাগলা কুকুর কামড়েছে। 

শিমুলকান্দির ইউনিয়নের গোছামারা গ্রামের আকলিমা আক্তার জানান, সোমবার তার ছেলে আরিয়ান মাঠে খেলা করে বাড়ি ফিরছিল। এমন সময় কুকুর কামড়েছে। চিৎকার শুনে তিনি ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেছেন। পৌর শহরের আমলা পাড়ার রাহিমা খাতুন জানান, তার ছেলে হোসাইন বাসা থেকে বের হয়ে রাস্তায় যেতেই কুকুরে কামড়েছে। কান্না শুনে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। এর পর থেকে বিভিন্ন এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.

উম্মে হাবিবা জুঁই সমকালকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসা নিয়েছেন। দুজনকে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ স ব স থ য কমপ ল ক স উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ