আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বেশ বিপাকেই পড়েছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট যতো ঘনিয়ে আসছে, ততো তাদের ইনজুরির তালিকা লম্বা হচ্ছে। ইনজুরির কারণে অলরাউন্ডার মিচেল মার্শ ইতোমধ‌্যে ছিটকে গেছেন। পেসার প‌্যাট কামিন্স ও জশ হ‌্যাজলউডকে নিয়েও শঙ্কা রয়েছে। এমন সময় ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে বসলেন চ‌্যাম্পিয়নস ট্রফির দলে থাকা তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়েনিস। যা অস্ট্রেলিয়াকে রীতিমতো অবাক করেছে।

মূলত টি-টোয়েন্টি ক‌্যারিয়ারকে লম্বা করতেই তিনি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অবসর ঘোষণা দিয়ে স্টয়েনিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন‌্য একটা বিশেষ সফর ছিল। সবুজ-সোনালী জার্সিতে আমার খেলা প্রতিটি মুহূর্তের জন‌্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমার দেশকে প্রতিনিধিত্ব করাটা আমি সর্বদা লালন করব। এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবে আমি বিশ্বাস করি ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে অন‌্য অধ‌্যায়ে মনোনিবেশ করার এটাই সঠিক সময়। পাকিস্তানে আমাদের ছেলেদের জন‌্য আমি গলা ফাঁটাবো।’’

স্টয়েনিস অবসর ঘোষণা করায় অস্ট্রেলিয়াকে সর্বমোট চারজন বিকল্প খেলোয়াড় দলে নিতে হবে। সেক্ষেত্রে স্পেন্সার জনসন, জ‌্যাক ফ্রাশার-ম‌্যাকগার্ক ও শন অ‌্যাবোট আসতে পারেন চ‌্যাম্পিয়নস ট্রফির দলে।

আরো পড়ুন:

বিপিএল ২০২৫ 
ফাইনালের আগেই সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারদের তালিকায় প্রকাশ, আছেন এক বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ‌্য নতুন মুখ মিচ ওয়েনের কথা বলেছেন। এই গ্রেট মনে করছেন ওয়েনকে চ‌্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া উচিত। কারণ, স্টয়েনিসের মতো যোগ‌্যতা রয়েছে তার।

স্টয়েনিস অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি ওয়ানডে ম‌্যাচ খেলেছেন। খেলেছেন ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও। সবশেষ তিনি গেল বছরের নভেম্বরে পার্থে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এবার পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিতব‌্য চ‌্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন। কিন্তু তার আগে অবসর ঘোষণা দিয়ে নিজেকে সরিয়ে নিলেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি

গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তা করার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির জরুরি কমিশন সভায় এ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। আজ বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক দরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা।

বিএসইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

মামলার আসামিদের বাইরে আরো যে ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক আবুল হাসান, পরিচালক ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক নানু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান এবং সহকারী পরিচালক তরিকুল ইসলাম।

যে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, তারা হলেন- মাকসুদা মিলা, সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) এবং কাউসার পাশা বৃষ্টি, ব্যক্তিগত কর্মকর্তা।

বরখাস্তের আদেশে হিসেবে গত ৫ মার্চ শেয়ারবাজার তদন্ত কমিটির চারটি প্রতিবেদনের বিষয় সিদ্ধান্ত গ্রহণের সময় বৈঠককালে কমিশনের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তারা জোরপূর্বক প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের হেনস্তা এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বরখাস্ত মিরাজ উস সুন্নাহর বিরুদ্ধে জোরপূর্বক কমিশন সভায় ঢুকে চেয়ারম্যান ও কমিশনারদের অভিযোগ আনা হলেও ওই সভায় চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে আগে থেকেই উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আগেই (গত ৬ মার্চ) ১৬ জনের বিরুদ্ধে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেছিলেন। এ মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনে আছেন তারা।

মামলার ১৬ আসামির মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরেকজন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।

ওই মামলার আসামিদের বাইরে আরো ছয়জনকে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন
  • চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
  • ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান