আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যদিকে সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন।

আইনজীবী তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ও বিশ্বস্ত। তিনি তদবির–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে আরও বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তৌফিকা করিমের একটি বাড়ি আছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেটার অর্থমূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকা গচ্ছিত রাখার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তিনি সিটিজেন ব্যাংকে আরও পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

তৌফিকা করিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে। শুনানি নিয়ে আদালত তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বীর বাহাদুর উশৈসিংয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। নিষেধাজ্ঞা আরোপ করা তাঁর পরিবারের অন্য চার সদস্য হলেন বীর বাহাদুর উশৈসিংয়ের স্ত্রী মে হ্লা প্রু, তাঁর তিন সন্তান উসিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাস।

বীর বাহাদুর উশৈসিংসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আবদুল মালেক।

আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈসিং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।

এ পরিস্থিতিতে শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র কর ছ ন কর ম র সদস য

এছাড়াও পড়ুন:

মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
  • শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা
  • মাওলানা রইস হত্যার বিচার দাবি জানিয়ে ১০২ নাগরিকের বিবৃতি
  • বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাংয়ের মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ
  • চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি
  • চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি হতে পারে রোববার
  • আনিসুল-সালমান-মামুন রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আতিক
  • আবারও নিরপরাধ দাবি হিটু শেখের, ভিন্ন কথা সাক্ষীদের
  • কিউআর কোডসহ অনলাইন যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট