ন্যাশনাল ব্যাংকের ১১৫৫ কোটি টাকা আত্মসাৎ, রন ও রিকের নামে মামলা
Published: 6th, February 2025 GMT
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই ভাই সিকদার গ্রুপের পরিচালকও।
ন্যাশনাল ব্যাংক থেকে ১ হাজার ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে এই দু’জনসহ ৫৩ জনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার কমিশন মামলার অনুমোদন দিয়েছে। শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাগুলো করা হবে।
সিকদার গ্রুপ পরিবারের সদস্য ও দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের যোগসাজশে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা উল্লেখ করে ঋণের ৪৯০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।
মরিয়ম কনস্ট্রাকশনের নামে একই ব্যাংক থেকে ৫৮৩ কোটি ১৩ লাখ আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হবে।
প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ২১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।
দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে পরস্পর যোগসাজশে এই ব্যাংক থেকে ৬১ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনকে আসামি করা হচ্ছে।
এ অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন– ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের এমডি মোহাম্মদ শরীফ উজ্জামান খান, চেয়ারম্যান মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: জন র ব র দ ধ
এছাড়াও পড়ুন:
বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা: সহকর্মীর যাবজ্জীবন
বকশিশের ১০০ টাকা না পেয়ে কাজী মারুফ নামে এক তরুণকে হত্যার ঘটনায় তার সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গোলাম রাব্বী (২২)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গোলাম রাব্বী নামের এক তরুণ তার সহকর্মী কাজী মারুফে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।