ঢাকায় বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
Published: 10th, July 2025 GMT
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কে আজ বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম মেহেরুন্নেসা ঝুমি (২৬)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মেহেরুন্নেসা স্বামী মুসা কলিমউল্লাহর সঙ্গে মোটরসাইকেলে চড়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। মুসা মোটরসাইকেল চালাচ্ছিলেন। মেহেরুন্নেসা পেছনে বসেছিলেন।
মুসা কলিমউল্লাহ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। মেয়র হানিফ উড়ালসড়কে এলে মঞ্জিল পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্ত্রীসহ তিনি ছিটকে পড়ে যান এবং দুজনই আহত হন।
গুরুতর আহত অবস্থায় মেহেরুন্নেসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.
এ ঘটনায় মুসা নিজেও সামান্য আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে পুলিশের জিম্মায় দিয়েছেন।
মুসা মুঠোফোনের যন্ত্রাংশের ব্যবসা করেন। তিনি থাকেন মাতুয়াইলের মুসলিম নগরে। মুসা–মেহেরুন্নেসা দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫