হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ
Published: 7th, February 2025 GMT
কালাইয়ের ১১টি হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার শত শত শিক্ষার্থী, আলুচাষি ও জনতা এ কর্মসূচি পালন করেন। তারা বাড়তি ভাড়া বাতিল করার দাবি জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, এমনিতে আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে প্রান্তিক চাষিরা ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব অর্থনীতিতে পড়বে।
আগের ভাড়া বহালে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। ইউএনও শামীমা আক্তার জাহান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষকরা বলছেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। এমনিতেই তারা লোকসানে পড়েছেন। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, গত বছর এক বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৮০ টাকা, যা এ বছর বেড়ে হয়েছে ৫২০ টাকা। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে তারা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন। পরে হিমাগার মালিকরা মজুত করে জুন মাসের পর সিন্ডিকেট করে উচ্চমূল্যে বিক্রি করবেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। হিমাগার মালিকদের স্বেচ্ছাচারী ও মনগড়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ভাড়া কমানো না হয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জয়পুরহাটে ১৯টি হিমাগারের মধ্যে কালাইয়ে রয়েছে ১১টি। আলুচাষি আব্দুল হান্নান বলেন, ১১টি হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু সংরক্ষণ করা হয়। ৬৫ কেজির এক বস্তা আলু থেকে এ মৌসুমে ২৪০ টাকা বেশি নিলে, হিমাগার মালিকরা এক টনে ৩ হাজার ৭২০ টাকা লুটে নেবে। দেড় লাখ টনে কত টাকা হয়? এ টাকা কৃষকের পকেট থেকেই নেওয়া হবে। এ সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি।
আরেক আলুচাষি ফজলুল করিমের ভাষ্য, হিমাগার মালিকদের উদ্দেশ্য হচ্ছে, কৃষকরা আলু সংরক্ষণ করতে না পারলে তারা কম দামে কিনে নেবেন। পরে বেশি দামে বিক্রি করবেন। এটা হতে দেওয়া যাবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না।
দেশের কৃষকরা সংকটে রয়েছেন উল্লেখ করে কালাই উপজেলার সমন্বয়ক নেওয়াজ মোরশেদ বলেন, অমানবিক ভাড়া বৃদ্ধি তাদের আরও বিপদে ফেলছে। তাদের ওপর জুলুম চালানো হচ্ছে। হিমাগার মালিকরা নিজেদের স্বার্থে কৃষকদের সর্বস্ব লুটতে চাইছেন, কিন্তু তা হতে দেওয়া যাবে না।
জেলা সমন্বয়ক এহসান আহমেদ নাহিদ বলেন, ভাড়া বৃদ্ধি সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি অবিলম্বে এ ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে পুরো জেলা অচল করে দেওয়া হবে বলে জানান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।