মিথ্যা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি পানামার
Published: 7th, February 2025 GMT
যুক্তরাষ্ট্র মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। পানামা খাল দিয়ে চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজগুলোকে আর মাশুল দিতে হবে না বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবির পর এমন অভিযোগ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর দপ্তরের করা দাবি থেকে সরে এলেও মার্কিন জাহাজের কাছ থেকে মাশুল নেওয়াটা ‘অযৌক্তিক’ বলেছেন তিনি। কারণ চুক্তি অনুযায়ী, খালটি আক্রমণের মুখে পড়লে তা রক্ষায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা আছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বারবারই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//