বিনা খরচে ২৪ বর-কনের বিয়ে, সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজ
Published: 8th, February 2025 GMT
কনভেনশন সেন্টারের হলরুমে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের সামনের চেয়ারে একে একে বসে আছেন বরেরা। চলছে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কনভেনশন সেন্টারের এক পাশে অতিথিদের আপ্যায়ন চলছে। কে বরপক্ষ, কে কনেপক্ষ, দেখে বোঝা না গেলেও উভয় পক্ষই হাসিখুশি।
আজ শনিবার রংপুরের কামাল কাছনার রূপকথা থিম পার্কে এমন পরিবেশে এক মঞ্চে ১২টি বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকের মতো কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যৌতুকবিহীন এসব বিয়ের আয়োজন করে শামসুল হক ফাউন্ডেশন।
আয়োজকেরা জানান, বিয়েতে কিছু শর্ত প্রযোজ্য ছিল। কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একই সঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না। পাশাপাশি ধার্য মোহরানা নগদে পরিশোধ করতে হবে।
শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রচলিত কয়েকটি কুপ্রথার একটি যৌতুক। একজন বাবা-মা তাঁর মেয়ে বড় করে যখন বয়ে দেবেন, তখন যৌতুকপ্রথার কারণে সমস্যায় পড়েন। এ ছাড়া মোহরানা বেশি ধরা হয়। “যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি” স্লোগানকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।’
আয়োজক সূত্রে জানা গেছে, শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই তৃতীয় যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন। এর আগে চট্টগ্রাম ও নরসিংদীতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের ২৪ বর-কনের আজ রংপুরে বিবাহ সম্পন্ন হয়। এই বিয়েতে বর বা কনেকে এক টাকাও খরচ করতে হয়নি। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ বহন করেছে ফাউন্ডেশন। লাগেনি বিয়ের রেজিস্ট্রি খরচ।
মুহাম্মদ নাছির উদ্দিন জানান, যৌতুকবিহীন ১২টি বিয়ে উপলক্ষে দেড় হাজার অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। বিয়ের পর কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ পাবেন দম্পতিরা।
যৌতুকবিহীন মেয়ের বিয়ে দেওয়ায় খুশি রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ী গ্রামের ফরিদা আখতার। তিনি বলেন, তাঁর মেয়ে মনিরা আখতারের (১৮) একই এলাকার তানজীর ইসলামের সঙ্গে যৌতুকবিহীন মঞ্চে বিয়ে সম্পন্ন হয়। অথচ এর আগে মেয়ের বিয়ের সম্বন্ধ এসেছিল। ৪-৫ লাখ টাকা চেয়েছিল। কিন্তু তাঁর যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রিয়াজ সরকার বলেন, দিনাজপুর সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। তিনি বিনা খরচে বিয়ের অনুষ্ঠানে নিবন্ধন করেছিলেন। বিয়ের আয়োজনে অতিথি আপ্যায়ন ও সংসার শুরু করার উপহারসামগ্রীও দেওয়া হয়েছে।
রংপুর সার্কিট হাউসের সামনে বধুয়া বিউটি পারলারের স্বত্বাধিকারী জাহেদা খাতুনের সঙ্গে কথা হয় যৌতুকবিহীন বিয়ের মঞ্চের সামনে। তিনি বলেন, এ রকম যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান রংপুরে প্রথম। এই আয়োজন যৌতুক প্রথার বিরুদ্ধে বার্তা দেবে ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সচিব আহমদ কায়কাউসের বিরুদ্ধে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। গতকাল বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক গত ১৬ এপ্রিল এ নিয়ে আদেশ জারি করলেও গতকালই বিষয়টি জানাজানি হয়। দুদকের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছেন আহমদ কায়কাউস। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ চুক্তি-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় নথিপত্রের সত্যায়িত ফটোকপি, বিদ্যুৎ কেনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, বর্তমান ঠিকানা এবং এ নিয়ে কোনো বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা– খতিয়ে দেখতে হবে।
আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি শুরু থেকেই বিতর্কিত। ২৫ বছরের এ চুক্তির পদে পদে রয়েছে অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে, যেগুলোর কারণে ২৫ বছরে প্রায় ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি।