আইসিসির বৈশ্বিক আসরের আগে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার চোটে পড়াটা একধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ বছর বয়সী পেসার চোটের কারণে ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ মিস করেছিলেন। আবারও চোটের কারণেই ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেতলে পারবেন না নরকিয়া। সেই জায়গায় প্রোটিয়া দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার করবিন বশ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার পরিকল্পনা করেছিল। এমনকি এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। তাই বাধ্য হয়েই বশকে দলে রাখেন নির্বাচকরা।

বশ সদ্য সমাপ্ত এসএটোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল এম আই কেপটাউনের হয়ে খেলেছেন। আসরটিতে ৮ ম্যাচ খেলে ১৭.

৩৬ গড়ে ১১ উইকেট নেন তিনি। তবে ব্যাটিংয়ের সুযোগ সেভাবে পাননি এই ৩০ বছর বয়সী বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ারের এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেন বশ। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে অপরাজিত ৪০ রাবের পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট।

আরো পড়ুন:

ট্রাম্পের নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ

স্যামসন-তিলকের তাণ্ডবলীলায় এলোমেলো দ. আফ্রিকা

অন্যদিকে বামহাতি ফাস্ট বোলার কওনা মাপাখাকে রিজার্ভ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সিএসএ। বশ এবং মাপাখা, সঙ্গে ওপেনার টনি ডি জর্জি,  রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) করাচির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ত্রিদেশিয় ওয়ানডে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নরক য়

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ