নরকিয়ার বদলি হিসেবে বশেই আস্থা দক্ষিণ আফ্রিকার
Published: 9th, February 2025 GMT
আইসিসির বৈশ্বিক আসরের আগে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার চোটে পড়াটা একধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ বছর বয়সী পেসার চোটের কারণে ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ মিস করেছিলেন। আবারও চোটের কারণেই ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেতলে পারবেন না নরকিয়া। সেই জায়গায় প্রোটিয়া দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার করবিন বশ।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার পরিকল্পনা করেছিল। এমনকি এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। তাই বাধ্য হয়েই বশকে দলে রাখেন নির্বাচকরা।
বশ সদ্য সমাপ্ত এসএটোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল এম আই কেপটাউনের হয়ে খেলেছেন। আসরটিতে ৮ ম্যাচ খেলে ১৭.
আরো পড়ুন:
ট্রাম্পের নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ
স্যামসন-তিলকের তাণ্ডবলীলায় এলোমেলো দ. আফ্রিকা
অন্যদিকে বামহাতি ফাস্ট বোলার কওনা মাপাখাকে রিজার্ভ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সিএসএ। বশ এবং মাপাখা, সঙ্গে ওপেনার টনি ডি জর্জি, রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) করাচির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ত্রিদেশিয় ওয়ানডে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে যোগ দেবেন।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত