খুলনার কারা হাসপাতাল থেকে স্মার্ট ফোন উদ্ধার
Published: 9th, February 2025 GMT
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরের কারা হাসপাতাল থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারাগারে তোলপাড় সৃষ্টি হলে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে কারা কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত থাকায় সৈয়দ ইকবাল হাসান স্বাধীন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কারাবিধি অনুযায়ি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার মো.
তিনি বলেন, “সংশ্লিষ্ট বন্দি মোবাইলটি ফোন ব্যবহার করছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। এ কারণে স্বজনদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ বন্ধসহ কারাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও এ বিষয়ে আরো অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।”
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি কারা হাসপাতালের স্টোররুম থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুহূর্তেই ঘটনা জানাজানি হলে কারাগারে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে কারা কর্তৃপক্ষ।
খবর পেয়ে ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল গত সপ্তাহের শেষ দিকে কারাগার পরিদর্শন করেন। এ নিয়ে কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, খুলনা জেলা কারাগারে বর্তমানে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও খুলনা-৬ আসন সাবেক সংসদ সদস্য মো. রশিদুজ্জামানসহ কয়েকজন ভিআইপি আওয়ামী লীগ নেতা রয়েছেন। এর আগে, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এই কারাগারে ছিলেন। তাকে দুয়েকদিনের মধ্যে পুনরায় এখানে আনা হবে।
অভিযোগ রয়েছে, কারাগারের কয়েকজন কর্মচারি ও প্রভাবশালী কয়েদিদের একটি অংশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভিআইপিদের এভাবে মোবাইলের মাধ্যমে নিয়মিত বাইরে যোগাযোগের সুযোগ করে দিচ্ছেন।
এর আগে খুলনা জেল সুপার জানান, গত ১ ফেব্রুয়ারি কারাগারের হাসপাতাল থেকে একটি মোবাইল উদ্ধার হয়। কীভাবে এই মোবাইলটি এখানে এলো, কারা কখন এটি ব্যবহার করেছে তা তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, “ডিআইজি প্রিজন এরই মধ্যে কারাগার ভিজিট করেছেন। বিষয়টি সম্পর্কে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, হত্যা, হামলা, মারধরসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। এছাড়া অক্টোবরের শেষ সপ্তাহে পটুয়াখালী থেকে সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তারের পর এই কারাগারে আছেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। এর বাইরেও আওয়ামী লীগের শীর্ষ সারির কয়েকজন নেতাকর্মী এই কারাগারে রয়েছেন।
ঢাকা/নুরুজ্জামান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।
বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।
বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”
ঢাকা/শাহেদ