মার্কিন আমদানি পণ্যের ওপর চীনের আরোপ করা পাল্টা শুল্ক স্থানীয় সময় আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর এই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও বাড়ল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অনেকগুলো দেশের আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপের হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ৪ ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই বেইজিং মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের পরিকল্পনার ঘোষণা দেয়।

আরও পড়ুনট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর০২ ফেব্রুয়ারি ২০২৫

গত রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করতে পারেন তিনি। আজ এ–সংক্রান্ত পরিপূর্ণ ঘোষণা আসবে।

সুপার বাউল খেলা দেখতে এয়ার ফোর্স ওয়ানে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি অন্যান্য দেশের ওপরও শুল্কারোপের পরিকল্পনা করছেন।

চীনের সর্বশেষ শুল্কারোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের ওপর ১৫ শতাংশ সীমান্ত কর আরোপ করা হয়েছে। এ ছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী তদন্ত শুরু করেছে। অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মার্কিন মালিক পিভিএইচকে বেইজিংয়ের তথাকথিত ‘অনির্ভরযোগ্য সংস্থার’ তালিকায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের, সুযোগ বাংলাদেশের০৩ ফেব্রুয়ারি ২০২৫

চীন ২৫টি বিরল ধাতুর ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এসব ধাতুর মধ্যে কয়েকটি বৈদ্যুতিক পণ্য ও সামরিক সরঞ্জামের মূল উপাদান রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ করে ও চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরে কানাডা ও মেক্সিকোতে শুল্ক আরোপের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করেন। কিন্তু পরে কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটার সুবিধা দেন ট্রাম্প।

আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫

আগামী দিনগুলোতে এই নতুন শুল্ক কার্যকর করা হলে কোনো দেশ একই রকম ছাড় পাবে কি না, সে সম্পর্কে গত রোববার কোনো কিছু উল্লেখ করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক র প কর ক র যকর আমদ ন

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ