মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে আজ
Published: 10th, February 2025 GMT
মার্কিন আমদানি পণ্যের ওপর চীনের আরোপ করা পাল্টা শুল্ক স্থানীয় সময় আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর এই দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও বাড়ল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অনেকগুলো দেশের আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপের হুমকি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ৪ ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই বেইজিং মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের পরিকল্পনার ঘোষণা দেয়।
আরও পড়ুনট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর০২ ফেব্রুয়ারি ২০২৫গত রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করতে পারেন তিনি। আজ এ–সংক্রান্ত পরিপূর্ণ ঘোষণা আসবে।
সুপার বাউল খেলা দেখতে এয়ার ফোর্স ওয়ানে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি অন্যান্য দেশের ওপরও শুল্কারোপের পরিকল্পনা করছেন।
চীনের সর্বশেষ শুল্কারোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের ওপর ১৫ শতাংশ সীমান্ত কর আরোপ করা হয়েছে। এ ছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।
গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী তদন্ত শুরু করেছে। অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিলফিগারের মার্কিন মালিক পিভিএইচকে বেইজিংয়ের তথাকথিত ‘অনির্ভরযোগ্য সংস্থার’ তালিকায় যুক্ত করা হয়েছে।
আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের, সুযোগ বাংলাদেশের০৩ ফেব্রুয়ারি ২০২৫চীন ২৫টি বিরল ধাতুর ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এসব ধাতুর মধ্যে কয়েকটি বৈদ্যুতিক পণ্য ও সামরিক সরঞ্জামের মূল উপাদান রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ করে ও চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরে কানাডা ও মেক্সিকোতে শুল্ক আরোপের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করেন। কিন্তু পরে কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটার সুবিধা দেন ট্রাম্প।
আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫আগামী দিনগুলোতে এই নতুন শুল্ক কার্যকর করা হলে কোনো দেশ একই রকম ছাড় পাবে কি না, সে সম্পর্কে গত রোববার কোনো কিছু উল্লেখ করা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল ক র প কর ক র যকর আমদ ন
এছাড়াও পড়ুন:
অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন
প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।
শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।
আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেনরাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।
কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।
দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।
২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।
প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।
আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।
সূত্র: এনবিসি নিউজ
আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫