পিকাসোর ছবিতে রহস্যময় নারীর সন্ধান
Published: 12th, February 2025 GMT
বিশ্বখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসোর আঁকা একটি অপ্রকাশিত ছবিতে রহস্যময় এক নারীর প্রতিকৃতি প্রকাশ পেয়েছে। ছবিটিতে পিকাসোর একজন ভাস্কর বন্ধুর প্রতিকৃতি রয়েছে। পাশাপাশি রয়েছে ওই নারীর অবয়ব, যা রহস্যের সৃষ্টি করেছে। ছবিটিতে ওই নারীর মাথা ও শরীরের রূপরেখা স্পষ্টভাবে দৃশ্যমান। বিশেষজ্ঞরা মনে করছেন, ছবিটিতে পুরোনো শিল্প রহস্য লুকিয়ে আছে, যাতে তৎকালীন প্রযুক্তিগত দক্ষতার পরিচয় ফুটে উঠেছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির শিরোনাম ‘পোর্ট্রেট অব মাতেউ ফার্নান্দেজ ডি সোটো’। ১৯০১ সালে, অর্থাৎ ১২৫ বছর আগে এই ছবিটি আঁকা হয়েছিল, যখন ছিল পিকাসোর বিখ্যাত নীল যুগের সূচনাকাল।    
     
 বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকর্মটির বিশ্লেষণে লুকানো নারীর প্রতিকৃতি সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। তবে ওই নারী কে ছিলেন, তা হয়তো কখনও জানা সম্ভব হবে না। 
চিত্র গবেষকরা উন্নত ইনফ্রারেড ও এক্স-রে ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে লুক্কায়িত নারীর অবয়ব চিহ্নিত করতে পেরেছেন। তাতে তাঁর (নারীর) আঙুল, বাঁকা কাঁধ এবং চুল স্পষ্ট দৃশ্যমান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্যারিসে নারীরা যেভাবে চুলে স্টাইল করতেন, ছবির নারীর চুলের স্টাইল সেরকম। তবে একই সময়ে পিকাসোর আঁকা অন্য নারীদের সঙ্গে এই নারীর অবয়বের কিছুটা মিল রয়েছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের চিত্র বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ওই নারী হয়তো প্যারিসের একজন মডেল ছিলেন। এমনকি তিনি একজন প্রেমিকাও হতে পারেন, যিনি ছবিটি আঁকার জন্য পোজ দিচ্ছিলেন। সিএনএন।
  
উৎস: Samakal
কীওয়ার্ড: রহস য
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স