ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর, এই সপ্তাহে মার্কিন নৌবাহিনীর দুুটি জাহাজ স্পর্শকাতর তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা করেছে। 

মার্কিন সামরিক বাহিনী বিষয়টিকে রুটিন কার্যক্রমের অংশ বলে অভিহিত করলেও এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন।তাইওয়ানকে চীনের নিজস্ব অঞ্চল হিসাবে দাবি করে আসা বেইজিংয়ের মতে, কৌশলগত জলপথটি চীনের।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে ট্রাম্প প্রশাসনের দুটি জাহাজ পাঠানোর ঘটনায় চীন বেশ ক্ষুব্ধ। এ ঘটনা চীনের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে মনে করছে বেইজিং। 

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আর্লে বার্ক-ক্লাস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ ১০-১২ ফেব্রুয়ারি প্রণালীর উত্তর-দক্ষিণে ট্রানজিট করেছে।

মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র ম্যাথিউ কমার বলেছেন, “ট্রানজিটটি তাইওয়ান প্রণালীর একটি করিডোরের মধ্য দিয়ে হয়েছে, যা কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রের বাইরে অবস্থিত। এই করিডোরের মধ্যে সব দেশ সমুদ্রে নৌচলাচল, আকাশপথে বিমান চলাচল এবং এই স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত সমুদ্রের অন্যান্য আন্তর্জাতিকভাবে বৈধ ব্যবহারের স্বাধীনতা ভোগ করে।”

চীনের সামরিক বাহিনী জানিয়েছে, নজরদারি রাখার জন্য চীনা বাহিনী পাঠানো হয়েছে।

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে এক বিবৃতিতে বলেছে, “মার্কিন পদক্ষেপ ভুল সংকেত পাঠায় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়।” 

চীন তাইওয়ানকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমস্যা বলে মনে করে এবং এটি চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে চীনের প্রতি ‘নেতিবাচক’ মনোভাব প্রকাশের জন্য জাপানের কাছে অভিযোগ করেছে চীন।

জাপানের ওই বিবৃতিতে ‘তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার’ আহ্বান জানানো হয়েছে এবং ‘আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাইওয়ানের অর্থপূর্ণ অংশগ্রহণের’ প্রতি সমর্থন জানানো হয়েছে।

বুধবার বেইজিংয়ে মার্কিন যুদ্ধজাহাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, “তাইওয়ান দেশের জন্য ‘মূল স্বার্থ’ এবং যুক্তরাষ্ট্রের সতর্কতার সঙ্গে কাজ করা উচিত।”

তিনি বলেন, “আমরা এর দৃঢ় বিরোধিতা করছি এবং কখনই কোনো বহিরাগত হস্তক্ষেপের অনুমতি দেব না। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য আমাদের দৃঢ় ইচ্ছাশক্তি, পূর্ণ আস্থা এবং ক্ষমতা রয়েছে।”

তাইওয়ান প্রণালীতে সর্বশেষ জনসমক্ষে স্বীকৃত মার্কিন নৌবাহিনীর মিশন ছিল নভেম্বরের শেষের দিকে, তখন একটি পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান ওই অঞ্চলের উপর দিয়ে উড়েছিল।

মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সর্বশেষ অক্টোবরে প্রণালী দিয়ে যাত্রা করেছে বলে নিশ্চিত করা হয়েছিল, যা একটি কানাডিয়ান যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মিশন ছিল।

তাইওয়ানকে চাপে রাখতে চীন প্রায় প্রতিদিনই এ অঞ্চলে সামরিক মিশন চালিয়ে থাকে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দ্বীপের চারপাশে ৩০টি চীনা সামরিক বিমান এবং সাতটি নৌবাহিনীর জাহাজ চলাচল করতে দেখেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১২ ফ ব র

এছাড়াও পড়ুন:

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।

আরো পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।

এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।

খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ