নতুন ও অভিজ্ঞদের চাকরির সুযোগ নিয়ে তথ্যপ্রযুক্তি চাকরি মেলা
Published: 12th, February 2025 GMT
তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ নিয়ে ‘আইটি জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডি জবস’। আজ বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
সকাল থেকে মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিডি জবসের পক্ষ থেকে জানানো হয়, মেলায় আসার জন্য ২২ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার প্রার্থী মেলায় এসেছেন।
আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫৩ ঘণ্টা আগেতথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। সকাল থেকে মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি দিচ্ছেন। ই-মেইলে ও স্ক্যান করে সিভি নেওয়া হচ্ছে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোয় ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট পদের চাহিদা বেশি দেখা গেছে।
ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন মেলায়। খুলনা থেকে আসা হানিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সদ্য কম্পিউটার সায়েন্সে চার মাস আগে স্নাতক পাস করে বের হয়েছি। চাকরির জন্য মেলায় এসেছি। তিনটি প্রতিষ্ঠানে সিভি দিয়েছি।’
মেলায় আসা আহসানুল হক বলেন, ‘ডিজিটাল মাকের্টিংয়ে তিন বছর ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ভালো চাকরির আশায় এখানে সিভি দিতে এসেছি। পাঁচটি প্রতিষ্ঠানে কথা বলে সিভি দিলাম। তারা দুই সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের জন্য ডাকবে।’
আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫মেলায় অংশ নেওয়া ওয়েবস এক্সপ্রেসের সহপ্রতিষ্ঠাতা হৃদয় কৃষ্ণ বেপারী প্রথম আলোকে জানান, মোট সাতটি পদের জন্য সিভি নিচ্ছেন তাঁরা। দুপুর পর্যন্ত প্রায় দেড় শ সিভি জমা পড়েছে। এর মধ্যে তিন মাসের জন্য পেইড ইন্টার্নও নেওয়া হবে।
বিডি কলিংয়ের অপারেশন এক্সিকিউটিভ রেবেকা শারমীন জানান, চারটি পদের জন্য সিভি নিচ্ছেন তাঁরা। যাঁরা সিভি দিচ্ছেন, তাঁদের সিভি যাচাই-বাছাই করে শিগগিরই ভাইভার জন্য ডাকা হবে।
মেলায় তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি দিচ্ছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর প র র থ র জন য চ কর র
এছাড়াও পড়ুন:
চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিভিন্ন বাম সংগঠনের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে তিনটি পদে প্রার্থী দেয়নি তারা।
‘বৈচিত্র্যের ঐক্য’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জাকিরুল ইসলাম জসিম মনোনয়ন পেয়েছেন।
আরো পড়ুন:
এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এ প্যানেল ঘোষণা করেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।
প্যানেলের অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লালৎলান সাং বম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দপ্তর সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে কলতানের সভাপতি শামসুন্নাহার রুমী, দপ্তর সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, সহ-দপ্তর সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সজিব চন্দ্র দাস, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক মাহিদুল ইসলাম (ইবাদ), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে চবি জুম্ম শিক্ষার্থী পরিবারের আহ্বায়ক শর্ত খীসা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নারী অঙ্গনের সংগঠক মোসা. সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, স্বাস্থ্য সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রিশাদ আমীন বর্ণ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব মনোনয়ন পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সোমা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী তিষ্য চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক শিউলি ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক সিংয়ইপ্রু মারমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য অংক্যচিং মারমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে সম্পাদকীয় পদের মধ্যে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
ঢাকা/মিজান/মেহেদী