পাচার অর্থ অবরুদ্ধ করতে প্রয়োজন দ্রুত পদক্ষেপ
Published: 14th, February 2025 GMT
শেখ হাসিনা সরকারের সময় রাজনীতিক, আমলা ও প্রভাবশালী ব্যবসায়ীদের পাচার করা অর্থ জরুরিভিত্তিতে অবরুদ্ধ (ফ্রিজ) করতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী প্রতিবেদনে তা বলা হয়।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সুপারিশে বলা হয়, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সে দেশগুলোর উচিত অবৈধ এসব অর্থ দ্রুততার ভিত্তিতে অবরুদ্ধ করা। এর পর একটা স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া। মহাদুর্নীতি এবং ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের মাধ্যমে অর্জিত এসব অর্থ ফেরত এনে বাংলাদেশের ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রয়োজনে ব্যবহার করা উচিত। মানবাধিকারের স্বার্থে জনগণের অর্থের এ রকম ব্যবহার খুব প্রয়োজন।
প্রতিবেদনে অর্থনৈতিক সুশাসন অংশে আরও বলা হয়, অবৈধ উপায়ে অর্জিত অর্থ দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে। যে সব দেশে এসব অর্থ পাচার করা হয়েছে সে সব দেশের উচিত অবৈধ এসব অর্থ দ্রুততম সময়ের মধ্যে জব্দ ও অবরুদ্ধ করে যথাযথ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। কোথায় পাচারের কত টাকা রাখা হয়েছে তা দ্রুত খুঁজে বের করা দরকার। যথাযথ আইন মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ দেশে আনতে বাংলাদেশের কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
প্রতিবেদনে দুর্নীতি প্রসঙ্গে বলা হয়, দুর্নীতিবিরোধী আইন যাতে কঠোর এবং সমভাবে প্রয়োগ হয় তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত রাজনীতিক, পদস্থ আমলা, বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হয়। এ জন্য দুর্নীতি দমন কমিশন-দুদককে স্বাধীন এবং সক্ষম করার কথা বলা হয়। একই সঙ্গে দুদকের সদস্যের স্বাধীনতা এবং স্বাধীনভাবে কাজ করার মতো সব ধরনের প্রযুক্তি সুবিধা লোকবল থাকতে হবে। অর্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষেরও একই সুবিধা এবং স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয় প্রতিবেদনে।
এতে ভোক্তার অধিকার সংরক্ষণের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে বাজারব্যবস্থা নির্দিষ্ট কয়েকটি ব্যবসায়ী গ্রুপের হাতে সীমাবদ্ধ। অন্যায্যভাবে এদের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এদের আধিপত্যের কারণে পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের ভুগতে হয়। এ ধরনের ব্যবস্থা ভেঙে দিতে জরুরি আইনগত এবং নির্বাহী পদক্ষেপ প্রয়োজন।
শ্রমিক অধিকার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের সংঘটিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির নিশ্চয়তা বিধান করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় এ বিষয়ক উদ্বেগগুলো দূর করতে বাংলাদেশের মানবাধিকার কমিশনের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। এ ব্যাপারে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন শ চ ত কর ব যবস থ অবর দ ধ
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস