৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে করণীয়
Published: 14th, February 2025 GMT
বিসিএসে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পেলে ভালো ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকে। মৌখিক পরীক্ষার শুরুতেই প্রার্থীর নিজের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। তাই নিজের নামের অর্থ, বংশের পদবি থাকলে সেটির অর্থ ও নিজের পূর্বপুরুষদের নাম জেনে নিতে হবে। আপনার নামের সঙ্গে মিল আছে, এমন বিখ্যাত ব্যক্তিদের নাম ও কীর্তি, নিজ গ্রাম, থানা ও জেলার সাধারণ তথ্য যেমন নামকরণের ইতিহাস, প্রাচীন জনপদে অবস্থান, আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জেনে নিতে হবে।
নিজ জেলা ও আশপাশের বিখ্যাত এলাকা বা পর্যটন স্থানের ইতিহাস ও বর্তমান অবস্থা, নিজের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ তথ্য যেমন কত সালে স্থাপিত, স্থাপনার পেছনের ইতিহাস, বর্তমান প্রতিষ্ঠান প্রধান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। নিজের পঠিত বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। আপনার পঠিত বিষয় দেশে কীভাবে ভূমিকা বা অবদান রাখছে, সেটির ইতিবাচক উত্তর প্রস্তুত রাখতে হবে।
বিশেষ কোনো বিষয়ে পড়েও যদি জেনারেল ক্যাডার পছন্দ তালিকায় রাখেন, তবে সেটির জন্য সুন্দর উত্তর আগে থেকে তৈরি রাখুন। যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আপনি প্রশাসন বা পুলিশ ক্যাডার পছন্দক্রমের শীর্ষে রাখতেই পারেন। কিন্তু কেন রাখলেন, তা সুন্দরভাবে যেন ব্যাখ্যা করতে পারেন। নিজের পঠিত বিষয় কীভাবে চাকরিক্ষেত্রে কাজে লাগাবেন, সেটির উত্তরও তৈরি রাখুন।
আরও পড়ুনবিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ না দেওয়ার আইন করছে পিএসসি১৩ ফেব্রুয়ারি ২০২৫ভাইভা বোর্ডে ‘গল্প, উপন্যাস ও কবিতা জানেন কি না’—প্রশ্নের উত্তরে ‘জানি’ উত্তর দিলে যে যে লেখার রেফারেন্স দেবেন, সেগুলো ভালোভাবে পড়ে যাবেন, যেন পরীক্ষক চরিত্রের বা পটভূমির বিস্তারিত জানতে চাইলে তা বলতে পারেন। সাম্প্রতিক পটভূমিতে জুলাই অভ্যুত্থানে আপনার এলাকার উল্লেখযোগ্য ঘটনা বা নিহতের সংখ্যা ইত্যাদি সম্পর্কে জেনে নিতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ধাপভিত্তিক আন্দোলনে (১৯৪৭-১৯৭১) ছাত্রসমাজের ভূমিকা ও গুরুত্ব, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন সম্পর্কে পড়তে হবে। এ ক্ষেত্রে খুব বেশি তথ্য জানতে না পারলেও উল্লেখযোগ্য দু–তিনটি ঘটনা জেনে যাবেন।
অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কাজের পরিধি ও এ দুটির মধ্যে পার্থক্য দেখে যাবেন। জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা, বৈধতা (ডকট্রিন অব নেসেসিটি), চ্যালেঞ্জ ও সুযোগ ইত্যাদি বিষয় পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তারিখ, উল্লেখযোগ্য উপদেষ্টাদের নাম ও দপ্তর ও প্রধান উপদেষ্টার বিষয়ে বিস্তারিত তথ্য পড়বেন। গ্রামীণ ক্ষুদ্রঋণ, এনজিও, অর্থনীতির বিভিন্ন দিক, থ্রি জিরো ও সামাজিক ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ১২ ফেব্রুয়ারি ২০২৫পরীক্ষার আগের রাতে সর্বশেষ ঘটনাগুলোয় চোখ বুলিয়ে যাবেন। অহেতুক দুশ্চিন্তা করবেন না। রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন। দুশ্চিন্তা বা কম ঘুমানোর প্রভাব চেহারায় পড়বে এবং ভাইভা বোর্ডে ইতিবাচক কিছু আনবে না। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র একটি ফাইলে আগের রাতে গুছিয়ে রাখবেন। সম্ভব হলে আগে থেকেই ক্রম অনুযায়ী সাজিয়ে রাখবেন। পরীক্ষার দিন সকালে জাতীয় দৈনিক থেকে উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নেবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ব স এস সরক র
এছাড়াও পড়ুন:
সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।
সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।
ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।
আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫