যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে ফিরেছে টিকটক
Published: 14th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে আবারও চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞাটি ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। ফলে অ্যাপটি ব্যবহার করলে গ্রাহকদের আর কোনো জরিমানা দিতে হবে না।
যুক্তরাষ্ট্রে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের গ্রাহকসংখ্যা ১৭ কোটি। ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাঁর শপথ গ্রহণের আগে আগে যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে টিকটকের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তবে সেন্সরশিপ নিয়ে উদ্বেগ২৭ জানুয়ারি ২০২৫প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি টিকটক পুনর্বহাল করবেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প নির্বাহী আদেশে টিকটকের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। এতে বন্ধ হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর গতকাল অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে আবারও ফিরে এসেছে টিকটক।
এ ব্যাপারে টিকটক কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক এ বছরের ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা করা হয়নি। এরপর মার্কিন সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখেন।
গত মাসে টিকটকের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা ৭৫ দিনের জন্য স্থগিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এতে বাইটড্যান্স কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে তাদের কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর বা ডিজিটাল মার্কেটপ্লেস পরিচালনা করে, তারা এখন টিকটক অ্যাপ ব্যবহার করলে তাদের জরিমানার মুখে পড়তে হবে না।
বাজারবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে টিকটক। ২০২৪ সালে ৫ কোটি ২০ লাখের বেশিবার অ্যাপটি ডাউনলোড হয়েছে।
সেন্সর টাওয়ার কর্তৃপক্ষ বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক যতবার ডাউনলোড করা হয়েছে তার প্রায় ৫২ শতাংশই ডাউনলোড করা হয়েছে অ্যাপল অ্যাপ স্টোর থেকে। আর ৪৮ শতাংশ ডাউনলোড হয়েছে গুগল প্লে থেকে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড উনল ড ট কটক র র ওপর
এছাড়াও পড়ুন:
ঋণ নেওয়ার আগে যে ১০টি বিষয় অবশ্যই জানা উচিত
নানা কারণে আপনার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। অনেক সময় মানুষ ব্যক্তিগত ঋণ, গৃহঋণ নেয়। আবার গাড়ি কেনার জন্যও অনেকে ঋণ নেন। ক্রেডিট কার্ডের মাধ্যমেও ঋণ নেওয়া হয়।
কিন্তু অনেকেই ঋণের সঙ্গে সম্পৃক্ত কিছু মৌলিক শব্দ সম্পর্কে জানেন না। ব্যাংকের কর্মকর্তারা যখন এসব শব্দ বলেন, তখন অনেক কিছুই বোঝেন না ঋণ নিতে ইচ্ছুক গ্রাহকেরা। ফলে নিয়মকানুন না জেনেই ঋণ নেন। এতে নানা অপ্রত্যাশিত ঝামেলা তৈরি হয়। তাই ঋণ নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝা খুব দরকার।
১. আসল টাকা (প্রিন্সিপাল)
আপনি যে পরিমাণ টাকা ঋণ নিচ্ছেন, সেটিই আসল। এর ওপরই সুদ ধরা হয়। কিস্তি পরিশোধের সঙ্গে আসল ধীরে ধীরে কমতে থাকে।
২. সুদের হার (ইন্টারেস্ট রেট)
ঋণ নেওয়ার আগে সবচেয়ে ভাবতে হয় সুদের হার নিয়ে। সুদের হার বেশি হলে খরচ বেড়ে যায়। ঋণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের হার। এটি স্থিরও হতে পারে, আবার বাজারদরের ওপর নির্ভর করে বাড়তে-কমতেও পারে।
৩. মাসিক কিস্তি (ইএমআই)
ঋণের সুদ ও আসল পরিশোধ বাবদ প্রতি মাসে যে নির্দিষ্ট টাকা আপনাকে দিতে হবে। সেটি হলো ইএমআই বা ঋণের কিস্তি।
৪. ঋণের মেয়াদ
কত বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে, সেটিই হলো ঋণের মেয়াদ। মেয়াদ বেশি হলে কিস্তি ছোট হয়। কিন্তু মোট সুদের টাকা বেড়ে যায়। ছোট মেয়াদে কিস্তি বড় হয়। কিন্তু মোট সুদের টাকা কমে।
৫. অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)
শুধু সুদ ও আসল নয়, বরং ঋণের সব খরচ (যেমন ফি, চার্জ) মিলিয়ে আসল ব্যয় কত হবে, তার হিসাব হলো অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)। এটিই প্রকৃত খরচ বোঝায়।
৬. আগাম পরিশোধ (প্রিপেমেন্ট)
ঋণের বোঝা কমাতে অনেকে ঋণের সুদ ও আসলের টাকা আগেই শোধ করে দিতে চান। এতে সুদের খরচ কমে যায়।
৭. প্রসেসিং ফি
আপনি ঋণের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করলেন। কিন্তু ঋণ আবেদন মঞ্জুর থেকে শুরু করে ছাড় কার্যক্রম পরিচালনার জন্য কিছু মাশুল দিতে হয়। এটিই প্রসেসিং ফি। এটি কখনো ঋণের টাকা থেকে কেটে নেওয়া হয়, আবার কখনো আলাদা দিতে হয়।
৮. স্থগিতকাল (মোরাটোরিয়াম)
বিশেষ পরিস্থিতিতে কিছুদিনের জন্য কিস্তি বন্ধ রাখার সুযোগকেই বলে স্থগিতকাল। তবে এই সময়েও সুদ জমতে থাকে। অনেক সময় ঋণ পরিশোধের জন্য বিশেষ কিস্তি ভাগও করে দেওয়া হয়।
৯. জামানত (কোলেটারাল)
ঋণের নিরাপত্তা হিসেবে আপনার সম্পদ (যেমন বাড়ি, সোনা, জমি) ব্যাংকে বন্ধক রাখা হয়। কিস্তি না দিলে ব্যাংক ওই সম্পদ বিক্রি করে টাকা তুলে নেয়।
১০. লোন-টু-ভ্যালু রেশিও
আপনি যত টাকা ঋণ নিচ্ছেন আর জামানতের মূল্য কত—এই অনুপাতকে বলে লোন টু ভ্যালু রেশিও (এলটিভি)। এর অনুপাত যত কম হয়, ব্যাংকের ঝুঁকি তত কম।